২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কালাচ সাপের কামড়ে মৃত্যু গৃহবধুর

মারুফা খাতুন
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 181

কুতুব উদ্দিন মোল্লা : কালাচ সাপের কামড়ে মৃত্যু হল এক বধুর। মৃত বধুর নাম ঝুমা সরদার(৩৫)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত প্রায় ১৫ বছর আগে বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি এলাকার ঝুমা সরদারের বিয়ে হয়েছিল জয়নগরের গোয়ালবেড়িয়া এলাকায়। ঝুমা দেবীর তিন মেয়ে রয়েছে। ইদানিং বাপের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার রাতে খাওয়া সেরে ঘুমিয়েছিলেন। রাত প্রায় আড়াইটে নাগাদ বিছানার মধ্যে তার বাম পায়ের হাঁটুতে একটি কালাচ সাপ কামড় দেয়।কিছু একটা কামড় দিয়েছে বুঝতে পারেন ঝুমা সরদার। তিনি পরিবারের লোকজনদের কে ঘটনার কথা জানায়।

পরিবারের লোকজন তড়িঘড়ি বাইরে বেরিয়ে কালাচ সাপ দেখতে পায়। আর এক মুহূর্ত দেরী না করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েন। কিন্তু ভাগ্য অসহায়। সেই মুহূর্তে কোন গাড়ি না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের লোকজন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর একটি অটো করে কোন প্রকারে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায়। শুরু হয় যুদ্ধকালীন চিকিৎসা পরিষেবা। তবে শেষ রক্ষা হয়নি ক্যানিং মহকুমা হাসপাতালে বুধবারের ভোরে মৃত্যু হয় ওই বধুর।

আরও পড়ুন: ঝড়খালিতে বাঘিনীর মৃত্যু

বধুর মা জানিয়েছেন, ‘একই বিছানায় শুয়েছিলাম। রাত আড়াইটে নাগাদ মেয়ে জানায়, হাঁটুতে কিছু একটা কামড় দিয়েছে।বাইরে বেরিয়ে দেখতে পাই কালাচ সাপ। দেরী না করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই। সেখানে মৃত্যু হয়।’
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, ‘সচেতনতার অভাবেই মৃত্যু হল একটি প্রাণের।

আরও পড়ুন: হাইটেনশন তারে লেগে মৃত্যু ঘটলো এক শ্রমিকের

রাতে ঘুমানোর সময় মসারী ব্যবহার করলে এমনটা হতো না। তবে যে কোন মৃত্যু দুঃখ জনক। সকলে সচেতন হওয়ার জন্য অনুরোধ করবো। তাহলে এমন ঘটনা ঘটবে না।’ অন্যদিকে বুধবার সকালে বধুর মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালাচ সাপের কামড়ে মৃত্যু গৃহবধুর

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

কুতুব উদ্দিন মোল্লা : কালাচ সাপের কামড়ে মৃত্যু হল এক বধুর। মৃত বধুর নাম ঝুমা সরদার(৩৫)। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত প্রায় ১৫ বছর আগে বারুইপুর থানার অন্তর্গত শিখরবালি এলাকার ঝুমা সরদারের বিয়ে হয়েছিল জয়নগরের গোয়ালবেড়িয়া এলাকায়। ঝুমা দেবীর তিন মেয়ে রয়েছে। ইদানিং বাপের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার রাতে খাওয়া সেরে ঘুমিয়েছিলেন। রাত প্রায় আড়াইটে নাগাদ বিছানার মধ্যে তার বাম পায়ের হাঁটুতে একটি কালাচ সাপ কামড় দেয়।কিছু একটা কামড় দিয়েছে বুঝতে পারেন ঝুমা সরদার। তিনি পরিবারের লোকজনদের কে ঘটনার কথা জানায়।

পরিবারের লোকজন তড়িঘড়ি বাইরে বেরিয়ে কালাচ সাপ দেখতে পায়। আর এক মুহূর্ত দেরী না করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েন। কিন্তু ভাগ্য অসহায়। সেই মুহূর্তে কোন গাড়ি না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের লোকজন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর একটি অটো করে কোন প্রকারে ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছায়। শুরু হয় যুদ্ধকালীন চিকিৎসা পরিষেবা। তবে শেষ রক্ষা হয়নি ক্যানিং মহকুমা হাসপাতালে বুধবারের ভোরে মৃত্যু হয় ওই বধুর।

আরও পড়ুন: ঝড়খালিতে বাঘিনীর মৃত্যু

বধুর মা জানিয়েছেন, ‘একই বিছানায় শুয়েছিলাম। রাত আড়াইটে নাগাদ মেয়ে জানায়, হাঁটুতে কিছু একটা কামড় দিয়েছে।বাইরে বেরিয়ে দেখতে পাই কালাচ সাপ। দেরী না করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাই। সেখানে মৃত্যু হয়।’
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় বলেন, ‘সচেতনতার অভাবেই মৃত্যু হল একটি প্রাণের।

আরও পড়ুন: হাইটেনশন তারে লেগে মৃত্যু ঘটলো এক শ্রমিকের

রাতে ঘুমানোর সময় মসারী ব্যবহার করলে এমনটা হতো না। তবে যে কোন মৃত্যু দুঃখ জনক। সকলে সচেতন হওয়ার জন্য অনুরোধ করবো। তাহলে এমন ঘটনা ঘটবে না।’ অন্যদিকে বুধবার সকালে বধুর মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের