জয়নগরে বজ্রাঘাতে মৃত গৃহবধূ

- আপডেট : ৭ জুন ২০২৪, শুক্রবার
- / 29
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : জয়নগরে বজ্রাপাতে মৃত্যু হল এক গৃহবধূর।বৃহস্পতিবার রাতে জয়নগর এলাকায় সারাদিনের তীব্র তাপদহের পরে এদিন রাতে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। আর এই সময় বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠের পাশে বজ্রাপাতে মৃত্যু ঘটলো এক গৃহবধূর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, জয়নগর থানার উওর দূর্গাপুর পঞ্চায়েতের ফতেপুর খাঁ পাড়ার রউপ আলি বেগের স্ত্রী রেজিনা বেগ (৩৫) বাড়ি থেকে গবাদি পশুর জন্য বাড়ির কাছেই মাঠে থেকে খড় আনতে গেলে বজ্রাপাতে মৃত্যু ঘটে রেজিনার।
স্থানীয়রা রেজিনার দেহ উদ্ধার করে জয়নগরের সত্যজিত নার্সিং হোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।মৃতের বাড়িতে স্বামী, পাঁচ মেয়ে ও একটি ছেলে আছে। জআর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে শুক্রবার বেলায় ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্তের কাজ শুরু করেছে।