রমজানের সময় ভোরের দিকে অতিরিক্ত জল সরবরাহ করবে হাওড়া পুরনিগম

- আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার
- / 13
আইভি আদক, হাওড়া: মুসলিম ভাইবোনেদের জন্য সুখবর। রমজানের সময় ভোরের দিকে অতিরিক্ত জল সরবরাহ করবে হাওড়া পুরনিগম। সংখ্যালঘুদের পাশে হাওড়া পৌরনিগম। আগামী ২৪ মার্চ থেকে শুরু হতে চলেছে পবিত্র রমজান। এই রমজানের সময় তাঁদের যাতে কোনও সমস্যা না হয় তারজন্য ভোরের দিকে প্রায় এক ঘন্টা স্পেশাল জল সরবরাহ করবে হাওড়া পুরনিগম।
সোমবারই এই বিষয় নিয়ে হাওড়া পুরনিগমের জলের দপ্তরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী।
এছাড়া হাওড়া পুরসভার ডেপুটি কমিশনার ও ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন এই বৈঠকে। রমজান ও ঈদের সময় ঠিক কিভাবে এই জল পরিষেবা পাওয়া যাবে সেই সম্পর্কে হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী বলেন, রমজান ও ঈদের সময় প্রতিদিন ভোর তিনটে পঁয়তাল্লিশ থেকে সাড়ে চারটে পর্যন্ত অতিরিক্ত জল সরবরাহ করা হবে। এরপর যেমন ভোর ৬টা থেকে জল সরবরাহ করা হয় সেই পরিষেবাও বজায় থাকবে। প্রতি বছর ঈদের আগে এই পরিষেবা হাওড়া পুরনিগমের তরফ থেকে দেওয়া হয় বলে সৈকতবাবু জানান।