১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে খুন করে ১২ টুকরো করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য ঝাড়খণ্ডে

পুবের কলম ওয়েব ডেস্কঃ শ্রদ্ধা আফতাব কাণ্ডের ছায়া ফিকে হতে না হতেই ফের টুকরো টুকরো করে খুন করার ঘটনা প্রকাশ্যে এল। স্ত্রীকে খুন করার পর ১২ টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।

 

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

উল্লেখ্য, অভিযুক্তের নাম দিলদার আনসারি। প্রাথমিক তদন্তে করে পুলিশ জানতে পেরেছে দিলদারের দুটি বিয়ে। যিনি খুন হয়েছেন, তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী। বেশ কয়েকদিন ধরেই  নিখোঁজ ছিল  সে। মেয়েটির পরিবার স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেন। তখনই তদন্ত নামে পুলিশ।

আরও পড়ুন: হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী

 

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় এলাকার টহল দিতে গিয়ে সাহেবগঞ্জের বোরিয়ো  থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে  এক মহিলার খণ্ডবিখন্ড দেহ  উদ্ধার করে পুলিশ। তদন্তের পরপরই জানতে পারে তারা যেই মহিলার দেহাংশ উদ্ধার করেছে সেটি দিলদার আনসারির দ্বিতীয় পক্ষের স্ত্রীর।

 

এই প্রসঙ্গে সাহেবগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই মহিলার দেহ কাটতে কোনও বৈদ্যুতিক করাত বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনই জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

 

তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক  চাপানউতোর। প্রশ্ন উঠেছে হেমন্ত সোরেন সরকারের শাসনকালের ওপর। প্রশ্ন তুলতে ভোলেন নি রাজ্যের বিজেপি দল গুলি। দলের মুখপাত্র প্রতুল সহদেব বলেন, রাজ্যে যে  হারে   মেয়েদের ওপর অত্যাচার বেড়ে চলেছে তা খুবই নিন্দনীয়। এবং এই বিষয়ে সরকারের শিথিলতা সত্যিই নিন্দনীয়। এদিন তিনি আরও বলেন, সরকার যদি  এই বিষয়ে শীঘ্রই কোনও পদক্ষেপ না নেই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্ত্রীকে খুন করে ১২ টুকরো করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য ঝাড়খণ্ডে

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ শ্রদ্ধা আফতাব কাণ্ডের ছায়া ফিকে হতে না হতেই ফের টুকরো টুকরো করে খুন করার ঘটনা প্রকাশ্যে এল। স্ত্রীকে খুন করার পর ১২ টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে।

 

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

উল্লেখ্য, অভিযুক্তের নাম দিলদার আনসারি। প্রাথমিক তদন্তে করে পুলিশ জানতে পেরেছে দিলদারের দুটি বিয়ে। যিনি খুন হয়েছেন, তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী। বেশ কয়েকদিন ধরেই  নিখোঁজ ছিল  সে। মেয়েটির পরিবার স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেন। তখনই তদন্ত নামে পুলিশ।

আরও পড়ুন: হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী

 

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় এলাকার টহল দিতে গিয়ে সাহেবগঞ্জের বোরিয়ো  থানা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে  এক মহিলার খণ্ডবিখন্ড দেহ  উদ্ধার করে পুলিশ। তদন্তের পরপরই জানতে পারে তারা যেই মহিলার দেহাংশ উদ্ধার করেছে সেটি দিলদার আনসারির দ্বিতীয় পক্ষের স্ত্রীর।

 

এই প্রসঙ্গে সাহেবগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই মহিলার দেহ কাটতে কোনও বৈদ্যুতিক করাত বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনই জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

 

তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক  চাপানউতোর। প্রশ্ন উঠেছে হেমন্ত সোরেন সরকারের শাসনকালের ওপর। প্রশ্ন তুলতে ভোলেন নি রাজ্যের বিজেপি দল গুলি। দলের মুখপাত্র প্রতুল সহদেব বলেন, রাজ্যে যে  হারে   মেয়েদের ওপর অত্যাচার বেড়ে চলেছে তা খুবই নিন্দনীয়। এবং এই বিষয়ে সরকারের শিথিলতা সত্যিই নিন্দনীয়। এদিন তিনি আরও বলেন, সরকার যদি  এই বিষয়ে শীঘ্রই কোনও পদক্ষেপ না নেই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।