১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আমাকে অপমান করা হয়, আবার নালিশ ধনকরের

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যসভা ও লোকসভা থেকে প্রায় দেড়শ সাংসদকে সাসপেন্ড করার পর জগদীপ ধনকরকে নকল করছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেসব দেখে হাসাহাসি করছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। ভিডিয়ো করছিলেন রাহুল গান্ধি। এই ঘটনাকে গোটা কৃষক জাতি ও জাটদের অপমান বলেছিলেন উপরাষ্ট্রপতি ধনকর।

আবার নতুন করে এই নিয়ে নালিশ করলেন তিনি। দেশের নতুন আইএসএস ব্যাচের আধিকারিকদের সম্বোধন করতে গিয়ে ধনকর বলেন, আমি ভুক্তভোগী। একজন ভুক্তভোগীই জানে তাকে কি কি সহ্য করতে হয়। সবার মুখোমুখি হতে হবে। সব অপমান সহ্য করতে হবে পথে অবিচল থাকার জন্য। সেই পথে চলার জন্য, যা ভারত মাতার সেবার পথে যায়।

নব্য আইএসএস ব্যাচকে পরামর্শ দিয়ে ধনকর বলেন, সমালোচনা সহ্য করা শিখতে হবে। আমি সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও আমাকে অপমান করতে ছাড়ে না। আমি রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি, তাও আমাকে অপমান করা হয়। এতে কি আমার ভেঙে পড়া উচিত? আমার কি পথ হারিয়ে ফেলা উচিত এসবের জন্য? না! ধর্মের পথে আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে। যারা আমাদের উন্নতি সহ্য করতে পারে না তাদেরকে দেখে কখনই ভয় পাওয়া উচিত নয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমাকে অপমান করা হয়, আবার নালিশ ধনকরের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যসভা ও লোকসভা থেকে প্রায় দেড়শ সাংসদকে সাসপেন্ড করার পর জগদীপ ধনকরকে নকল করছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেসব দেখে হাসাহাসি করছিলেন ইন্ডিয়া জোটের সাংসদরা। ভিডিয়ো করছিলেন রাহুল গান্ধি। এই ঘটনাকে গোটা কৃষক জাতি ও জাটদের অপমান বলেছিলেন উপরাষ্ট্রপতি ধনকর।

আবার নতুন করে এই নিয়ে নালিশ করলেন তিনি। দেশের নতুন আইএসএস ব্যাচের আধিকারিকদের সম্বোধন করতে গিয়ে ধনকর বলেন, আমি ভুক্তভোগী। একজন ভুক্তভোগীই জানে তাকে কি কি সহ্য করতে হয়। সবার মুখোমুখি হতে হবে। সব অপমান সহ্য করতে হবে পথে অবিচল থাকার জন্য। সেই পথে চলার জন্য, যা ভারত মাতার সেবার পথে যায়।

নব্য আইএসএস ব্যাচকে পরামর্শ দিয়ে ধনকর বলেন, সমালোচনা সহ্য করা শিখতে হবে। আমি সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও আমাকে অপমান করতে ছাড়ে না। আমি রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি, তাও আমাকে অপমান করা হয়। এতে কি আমার ভেঙে পড়া উচিত? আমার কি পথ হারিয়ে ফেলা উচিত এসবের জন্য? না! ধর্মের পথে আমাদেরকে সবসময় এগিয়ে যেতে হবে। যারা আমাদের উন্নতি সহ্য করতে পারে না তাদেরকে দেখে কখনই ভয় পাওয়া উচিত নয়।