০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচজনকে পিটিয়ে মেরেছি ” রাজস্থানে প্রাক্তন বিজেপি বিধায়কের মন্তব্যে তীব্র বিতর্ক, চাপের মুখে বিবৃতি দলের, দেখুন ভাইরাল ভিডিও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার
  • / 66

পুবের কলম ওয়েবডেস্কঃ গণপিটুনি দিয়ে হত্যা করেছেন পাঁচজন মুসলিমকে। রাজস্থানের আলোয়ারের বিজেপি নেতার এই বক্তব্য আক্ষরিক অর্থেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন: রাজস্থানে শ্রমিক খুন, কফিনবন্দি হয়ে ফিরছেন মুর্শিদাবাদের ইসমাইল

এহেন উস্কানিমূলক মন্তব্য কে তীব্র ধিক্কার জানিয়েছে রাজস্থান প্রদেশ কংগ্রেস। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোতাস ট্যুইটারে শেয়ার করেছেন বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার সেই বিতর্কিত ভিডিও।

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা গিয়েছে, “এতদিন পর্যন্ত আমরা ৫ জনকে পিটিয়ে মেরেছি। এই প্রথমবার ওরা আমাদের মারল। আমি তো কর্মীদের পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। তোমরা মারো। জামিন করানোর দায়িত্ব আমার।”

আরও পড়ুন: রাজস্থানের মন্দিরে হানা এনসিবি-র, বাজেয়াপ্ত ৫৮ কেজির বেশি আফিম

রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির এই ট্যুইট প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে রাজস্থান বিজেপির শীর্ষ নেতৃত্ব। আলওয়ার জেলা বিজেপির সভাপতি বলেছেন এগুলো জ্ঞানদেব আহুজার নিজস্ব মতামত। দল এহেন মন্তব্যকে সমর্থন করেনা।

ভিডিওটি শেয়ার করে গোবিন্দ সিং ডোতাসরা বলছেন, “এটাই বিজেপির আসল চেহারা। আসলে ওরা ধর্মের নামে সন্ত্রাস আর গুন্ডামি করে। এটাই তার যথেষ্ট প্রমাণ।”

যদিও আহুজা এহেন বক্তব্যের পরেও জানিয়েছেন তিনি কোন ভুল কথা বলেন নি যারা গো মাংস বিক্রি যারাই করবে তাদের কেই মরতে হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচজনকে পিটিয়ে মেরেছি ” রাজস্থানে প্রাক্তন বিজেপি বিধায়কের মন্তব্যে তীব্র বিতর্ক, চাপের মুখে বিবৃতি দলের, দেখুন ভাইরাল ভিডিও

আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ গণপিটুনি দিয়ে হত্যা করেছেন পাঁচজন মুসলিমকে। রাজস্থানের আলোয়ারের বিজেপি নেতার এই বক্তব্য আক্ষরিক অর্থেই শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন: রাজস্থানে শ্রমিক খুন, কফিনবন্দি হয়ে ফিরছেন মুর্শিদাবাদের ইসমাইল

এহেন উস্কানিমূলক মন্তব্য কে তীব্র ধিক্কার জানিয়েছে রাজস্থান প্রদেশ কংগ্রেস। রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং ডোতাস ট্যুইটারে শেয়ার করেছেন বিজেপির প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার সেই বিতর্কিত ভিডিও।

আরও পড়ুন: পাক হামলা: বন্ধ স্কুল-কলেজ

জ্ঞানদেব আহুজাকে বলতে শোনা গিয়েছে, “এতদিন পর্যন্ত আমরা ৫ জনকে পিটিয়ে মেরেছি। এই প্রথমবার ওরা আমাদের মারল। আমি তো কর্মীদের পুরোপুরি ছাড় দিয়ে রেখেছি। তোমরা মারো। জামিন করানোর দায়িত্ব আমার।”

আরও পড়ুন: রাজস্থানের মন্দিরে হানা এনসিবি-র, বাজেয়াপ্ত ৫৮ কেজির বেশি আফিম

রাজস্থান প্রদেশ কংগ্রেস সভাপতির এই ট্যুইট প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে রাজস্থান বিজেপির শীর্ষ নেতৃত্ব। আলওয়ার জেলা বিজেপির সভাপতি বলেছেন এগুলো জ্ঞানদেব আহুজার নিজস্ব মতামত। দল এহেন মন্তব্যকে সমর্থন করেনা।

ভিডিওটি শেয়ার করে গোবিন্দ সিং ডোতাসরা বলছেন, “এটাই বিজেপির আসল চেহারা। আসলে ওরা ধর্মের নামে সন্ত্রাস আর গুন্ডামি করে। এটাই তার যথেষ্ট প্রমাণ।”

যদিও আহুজা এহেন বক্তব্যের পরেও জানিয়েছেন তিনি কোন ভুল কথা বলেন নি যারা গো মাংস বিক্রি যারাই করবে তাদের কেই মরতে হবে।