‘চ্যালেঞ্জ করছি, কালই ভোট করুন’, সুকান্তর ‘অপারেশন বেঙ্গল’-এর পাল্টা হুঁশিয়ারি মমতার

- আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 250
পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আলিপুরদুয়ার জোড়া সভা করেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার সিটি গ্যাস বিতরণ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি জনসভা থেকে রাজনৈতিক সভা করেন মোদি। সেখান থেকে বাংলার তৃণমূল সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করেন তিনি। তাঁর সভা শেষের পরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্নের বৈঠক থেকে দ্রুত নির্বাচনের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন। অপারেশন সিঁদুরের মতো ‘অপারেশন বাংলা’র উল্লেখ করেন। তারই কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। নবান্নে সাংবাদিক বৈঠক করে বললেন, “চ্যালেঞ্জ করছি, আমরা ‘অপারেশন বাংলা’র জন্য তৈরি। কালই ভোট করুন। দেখা যাবে।” তাঁর আরও চ্যালেঞ্জ, ”বাংলার ক্ষমতা কখনও বিজেপির হাতে যাবে না। কারণ সাংস্কৃতিক পার্থক্য।”