০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র রমযান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা ইমাম সংগঠনের

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার
  • / 80

পুবের কলম প্রতিবেদকঃ পবিত্র রমযান মাস আসতে এখন সপ্তাহ খানেক দেরি রয়েছে। কিন্তু তার আগেই রমযানের প্রস্তুতি এবং রমযান মাসে কি কি করনীয় সেই বার্তা দিল অলইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন-এর মুর্শিদাবাদ শাখা । শনিবার জেলার সদর শহর বহরমপুর কালেক্টরেট ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার প্রত্যেক ইমাম ও মোয়াজ্জিনের ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি রমযান মাসে কী ধরনের বার্তা নিজ নিজ এলাকায় ইমাম ও মোয়াজ্জিনদের দেওয়া প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক বলেন, আমাদের প্রত্যেকের উচিত রমযান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করা। অসুস্থ মানুষ ব্যতীত প্রত্যেকে যাতে এই পবিত্র মাসে রোযা পালন এবং পাঁচ ওয়াক্ত নামায আদায় করেন সেই বার্তা মসজিদে মসজিদে প্রচার করা দরকার। কোন হিং সা নয়, আমরা সকলেই আল্লাহ বান্দা, সকলকে ভালো কাজে সামিল হওয়ার পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। এদি সভায় জেলায় ইমাম সংগঠন সারা বছর ধরে যে কাজ করে সেগুলি তুলে ধরা হয়। সরকারী নানা প্রকল্পের যে কাজ করা হয় সেগুলি নিয়েও আলাচনা হয়। জেলার প্রত্যেক ব্লক থেকে ইমাম ও মোয়াজ্জেনরা উপস্থিত হন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) সিরাজ সাহেব পবিত্র রমযান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পালও রমযান নিয়ে আলোচনা করেন। সাংসদ আবু তাহের খান, শিক্ষক আনসার আলি, মুফতি আজমত আলিও উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ রমযান নিয়ে বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র রমযান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা ইমাম সংগঠনের

আপডেট : ২৭ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদকঃ পবিত্র রমযান মাস আসতে এখন সপ্তাহ খানেক দেরি রয়েছে। কিন্তু তার আগেই রমযানের প্রস্তুতি এবং রমযান মাসে কি কি করনীয় সেই বার্তা দিল অলইন্ডিয়া ইমাম মোয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন-এর মুর্শিদাবাদ শাখা । শনিবার জেলার সদর শহর বহরমপুর কালেক্টরেট ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার প্রত্যেক ইমাম ও মোয়াজ্জিনের ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি রমযান মাসে কী ধরনের বার্তা নিজ নিজ এলাকায় ইমাম ও মোয়াজ্জিনদের দেওয়া প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক বলেন, আমাদের প্রত্যেকের উচিত রমযান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করা। অসুস্থ মানুষ ব্যতীত প্রত্যেকে যাতে এই পবিত্র মাসে রোযা পালন এবং পাঁচ ওয়াক্ত নামায আদায় করেন সেই বার্তা মসজিদে মসজিদে প্রচার করা দরকার। কোন হিং সা নয়, আমরা সকলেই আল্লাহ বান্দা, সকলকে ভালো কাজে সামিল হওয়ার পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি। এদি সভায় জেলায় ইমাম সংগঠন সারা বছর ধরে যে কাজ করে সেগুলি তুলে ধরা হয়। সরকারী নানা প্রকল্পের যে কাজ করা হয় সেগুলি নিয়েও আলাচনা হয়। জেলার প্রত্যেক ব্লক থেকে ইমাম ও মোয়াজ্জেনরা উপস্থিত হন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক (জেনারেল) সিরাজ সাহেব পবিত্র রমযান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পালও রমযান নিয়ে আলোচনা করেন। সাংসদ আবু তাহের খান, শিক্ষক আনসার আলি, মুফতি আজমত আলিও উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ রমযান নিয়ে বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন: শুধু রমযান নয়, কখনোই অনুমতি দেওয়া হবে না: ফ্যাশন শো নিয়ে আবদুল্লাহ

আরও পড়ুন: রমযান: হৃদয় পরিবর্তনের বরকতময় এক মাস