২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিরল অস্ত্রোপচার, অন্তঃসত্ত্বার পেট থেকে আড়াই কেজির এক গোছা চুল বের করলেন চিকিৎসকেরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক: মানুষ অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাস যদি হয় অদ্ভূত ধরণের! এক মহিলার পেট থেকে অস্ত্রোপচার করে আড়াই কেজি চুল বের করলেন চিকিৎসকেরা। জানা গেছে, অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মহিলা চুল খেতে শুরু করেন। তিনি নিজের চুল ছাড়াও, আশেপাশের পড়ে থাকা চুলও খেতেন। এক অদ্ভূত আসক্তি তৈরি হয় তার মধ্যে। পরে তাঁর পেটে ব্যথা আর বমি হতে শুরু করে। উত্তরপ্রদেশের চিত্রকূটের ঘটনা। ২৫ বছরের ওই অন্তঃসত্ত্বা তার প্রসব হয়ে যাওয়ার পর তিনি চুল খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পেটব্যথা হতে থাকে। কিছুই খেতে পারছিলেন না। তার পরিবার তাকে কাছাকাছির একটি হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকেরা তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেন, কিন্তু তার পরেও কিছুতেই তার পেট ব্যথা কমছিল না। পরে চিত্রকূটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পর, তাকে দেখে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। চিকিৎসকেরা বুঝতে পারেন মহিলার পেট ব্যথার কারণ। তাঁরা জানান, চুল খাওয়ার অভ্যাসের কারণে মহিলার পেট পুরো চুলের পিণ্ডে ভরে গিয়েছে।
চিত্রকূটের জানকী কুন্ড হাসপাতালের ডাঃ নির্মলা গেহানির মতে, এমন পরিস্থিতিতে মহিলার মৃত্যু পর্যন্ত হতে পারতো। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। প্রায় ৪৫ মিনিট ধরে চলা একটি অপারেশনের পরে, মহিলার পেট থেকে প্রায় আড়াই কেজি ওজনের একগুচ্ছ চুল বের করা হয়েছিল।

চিকিৎসকেরা জানান, মহিলাটি ট্রাইকোফ্যাগিয়া নামক একটি বিরল রোগে ভুগছিলেন, আক্রান্তের মধ্যে এই সময় বারবার চুল চুষে বা চুল চিবিয়ে খাওয়ার প্রবণতা দেখা যায়। অপুষ্টিজনিত কারণে সাধারণত এই ধরনের সমস্যায় আক্রান্ত হয় রোগীরা, এই জটিল অসুখ অনেক সময় পাচনতন্ত্রে বাধা তৈরি করে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরল অস্ত্রোপচার, অন্তঃসত্ত্বার পেট থেকে আড়াই কেজির এক গোছা চুল বের করলেন চিকিৎসকেরা

আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মানুষ অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাস যদি হয় অদ্ভূত ধরণের! এক মহিলার পেট থেকে অস্ত্রোপচার করে আড়াই কেজি চুল বের করলেন চিকিৎসকেরা। জানা গেছে, অন্তঃসত্ত্বা থাকাকালীন এক মহিলা চুল খেতে শুরু করেন। তিনি নিজের চুল ছাড়াও, আশেপাশের পড়ে থাকা চুলও খেতেন। এক অদ্ভূত আসক্তি তৈরি হয় তার মধ্যে। পরে তাঁর পেটে ব্যথা আর বমি হতে শুরু করে। উত্তরপ্রদেশের চিত্রকূটের ঘটনা। ২৫ বছরের ওই অন্তঃসত্ত্বা তার প্রসব হয়ে যাওয়ার পর তিনি চুল খাওয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পেটব্যথা হতে থাকে। কিছুই খেতে পারছিলেন না। তার পরিবার তাকে কাছাকাছির একটি হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসকেরা তাকে ওষুধ খাওয়ার পরামর্শ দেন, কিন্তু তার পরেও কিছুতেই তার পেট ব্যথা কমছিল না। পরে চিত্রকূটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পর, তাকে দেখে চোখ কপালে ওঠে চিকিৎসকদের। চিকিৎসকেরা বুঝতে পারেন মহিলার পেট ব্যথার কারণ। তাঁরা জানান, চুল খাওয়ার অভ্যাসের কারণে মহিলার পেট পুরো চুলের পিণ্ডে ভরে গিয়েছে।
চিত্রকূটের জানকী কুন্ড হাসপাতালের ডাঃ নির্মলা গেহানির মতে, এমন পরিস্থিতিতে মহিলার মৃত্যু পর্যন্ত হতে পারতো। তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। প্রায় ৪৫ মিনিট ধরে চলা একটি অপারেশনের পরে, মহিলার পেট থেকে প্রায় আড়াই কেজি ওজনের একগুচ্ছ চুল বের করা হয়েছিল।

চিকিৎসকেরা জানান, মহিলাটি ট্রাইকোফ্যাগিয়া নামক একটি বিরল রোগে ভুগছিলেন, আক্রান্তের মধ্যে এই সময় বারবার চুল চুষে বা চুল চিবিয়ে খাওয়ার প্রবণতা দেখা যায়। অপুষ্টিজনিত কারণে সাধারণত এই ধরনের সমস্যায় আক্রান্ত হয় রোগীরা, এই জটিল অসুখ অনেক সময় পাচনতন্ত্রে বাধা তৈরি করে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।