মধ্যপ্রদেশে ক্যাথলিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বিদেশি মদের বোতল উদ্ধার! গ্রেফতার ফাদার

- আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশের ক্যাথলিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বিদেশি মদের বোতল উদ্ধার! সিল করে দেওয়া হল রাজ্যের ওই স্কুল। পুলিশ স্কুলের ফাদার ডায়োনিসিয়াসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শিশুরা কোনওভাবে শোষিত হচ্ছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ। স্কুলটি গোয়ালিয়রের ডায়োসেসানের অধীনে রয়েছে।
কালেক্টরের নির্দেশে জেলা শিক্ষা আধিকারিক এ কে পাঠক স্কুল ম্যানেজার ও ফাদার ডায়োনিসিয়াসের কক্ষ সিল করে দেন। পরে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় গত ২৭ মার্চ নাম প্রকাশে অনিচ্ছুক চার্চের এক কর্মকর্তা জানিয়েছেন, ফাদারের জামিনের চেষ্টা করা হচ্ছে। ওই ফাদারের বাড়ি বিদ্যালয় প্রাঙ্গণের কাছেই।
উল্লেখ্য, সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায় মোরেনা জেলার কালেক্টরের নির্দেশে পুলিশ ও রাজ্যের শিশু সুরক্ষা কমিশন আচমকাই সেন্ট মেরি স্কুলটি পরিদর্শন করে। আপত্তিকর সামগ্রী উদ্ধারের পর স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। ২৫ মার্চ স্কুল পরিদর্শনের পর স্কুলের অধ্যক্ষ, ফাদার ডায়োনিসিয়াস আর বি কে গ্রেফতার করেছে পুলিশ। কমিশনের সদস্য নিবেদিতা শর্মার অভিযোগের ভিত্তিতেই কালেক্টর এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন।
তদন্তে ফাদারের ঘর থেকে বিদেশি মদের বোতল উদ্ধার হওয়ার পাশাপাশি ধর্মীয় কিছু সামগ্রী মিলেছে। এদিকে জিজ্ঞাসাবাদের সময় ফাদার পুলিশকে জানিয়েছেন, তার ঘরের থেকে দুটি বিদেশি মদের বোতল উদ্ধার হয়েছে। তবে তিনি মদ্যপান করেন না।
পুলিশ সুপার আশুতোষ বাগরি বলেন, আবগারি বিভাগ এবং সিভিল লাইন পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। শিক্ষা বিভাগ স্কুলটি সিল করে দিয়েছে।
এদিকে বিশপসহ ডায়োসেসানের কর্মকর্তারা এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
এই ঘটনা ঘিরে ইতিমধ্যে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা ওই স্কুলের বিরুদ্ধে বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন।