০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নয় বছরে মোদি সরকারের উপর ঋণ বেড়েছে ৯৭ লক্ষ কোটি

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার
  • / 14

পুবের কলম,ওয়েবডেস্ক: যেখানে মোদি সরকার ৫ ট্রিলিয়নের অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে সাধারণ মানুষকে সেখনে ভারত সরকারের উপর ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৬ লক্ষ কোটি টাকা বা দেশের জিডিপির ৫৭ শতাংশ।

এই হিসেব দিয়েছে অর্থমন্ত্রক। অর্থরাজ্য মন্ত্রী পঙ্কজ চৌধুরি এই হিসেব দিয়েছেন লোকসভায়। ২০২০-২১ সাল থেকে ভারত সরকারের উপর ঋণের বোঝা বাড়তে থাকে।

অর্থরাজ্য মন্ত্রী বলেন ভারত সরকারের উপর ঋণের যে বোঝার কথা বলা হয়েছে সেই ঋণের পরিমাণ ভারতীয় টাকায় ধরা হয়েছে।

২০২০-২১ সাল থেকে ঋণের বোঝা বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হলো কোভিডের প্রার্দুভাব। সেই বছরে সরকারি ঋণের পরিমাণ ৯ শতাংশ বেড়ে দাড়িয়েছিল জিডিপির ৬১.৫ শতাংশ।

২০১৯-২০ তে এটা ছিল জিডিপির ৫২ শতাংশ। অর্থাৎ সরকারি ঋণের বোঝা শুধু কোভিডের প্রাদুর্ভাবের ফলে বাড়ে নি। কারণ ২-১৯-২০ আর্থিক বছরে কোভিডের প্রাদুর্ভাব ঘটেনি।

সামগ্রিক বিচারে অর্থাৎ ডিজিপির প্রসঙ্গ বাদ দিয়ে ২০১৯-২০ সালে সরকারি ঋণের পরিমাণ ছিল যেখানে ১০৫.১ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২০-২১ সালে সেটা বেড়ে দাঁড়ায় ১২১.৯ লক্ষ কোটি টাকা।

সরকার বলছে যে সরকারি উন্নলমূলক প্রকল্পে বেশি লগ্নি করা হয়েছে বলে ঋণের পরিমাণ বেড়েছে কারণ সরকার আয়ের চেয়ে ব্যয় করেছে বেশি।

২০২২-২৩ অর্থ বছরে কর আদায় খুব বেশি হয়েছিল বলে রাজস্ব ঘাটতি কিছুটা কমেছিল। ২০২২-২৩ রাজস্ব ঘাটতি ছিল ৬.৪ শতাংশ।

সেটা বর্তমান অর্থ বছরে কমে দাঁড়াতে পারে ৫.৯ শতাংশ। সরকার দাবি করছে রাজস্ব ঘাটতি যেভাবে হোক ৪.৫ শতাংশে নামাতেই হবে।

অর্থরাজ্য মন্ত্রী বলেন, আমাদের কর আদায়ের পরিমাণ বেড়ে গেছে। অর্থনীতির স্বাস্থ্যোদ্ধারের জন্য থাকা প্রয়োজন। সরকার সে সব মানছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে ঋণের পরিমাণ কমিয়ে অর্থনীতিকে শক্তিশালী করি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নয় বছরে মোদি সরকারের উপর ঋণ বেড়েছে ৯৭ লক্ষ কোটি

আপডেট : ২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: যেখানে মোদি সরকার ৫ ট্রিলিয়নের অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে সাধারণ মানুষকে সেখনে ভারত সরকারের উপর ঋণের বোঝা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.৬ লক্ষ কোটি টাকা বা দেশের জিডিপির ৫৭ শতাংশ।

এই হিসেব দিয়েছে অর্থমন্ত্রক। অর্থরাজ্য মন্ত্রী পঙ্কজ চৌধুরি এই হিসেব দিয়েছেন লোকসভায়। ২০২০-২১ সাল থেকে ভারত সরকারের উপর ঋণের বোঝা বাড়তে থাকে।

অর্থরাজ্য মন্ত্রী বলেন ভারত সরকারের উপর ঋণের যে বোঝার কথা বলা হয়েছে সেই ঋণের পরিমাণ ভারতীয় টাকায় ধরা হয়েছে।

২০২০-২১ সাল থেকে ঋণের বোঝা বৃদ্ধির পিছনে অন্যতম কারণ হলো কোভিডের প্রার্দুভাব। সেই বছরে সরকারি ঋণের পরিমাণ ৯ শতাংশ বেড়ে দাড়িয়েছিল জিডিপির ৬১.৫ শতাংশ।

২০১৯-২০ তে এটা ছিল জিডিপির ৫২ শতাংশ। অর্থাৎ সরকারি ঋণের বোঝা শুধু কোভিডের প্রাদুর্ভাবের ফলে বাড়ে নি। কারণ ২-১৯-২০ আর্থিক বছরে কোভিডের প্রাদুর্ভাব ঘটেনি।

সামগ্রিক বিচারে অর্থাৎ ডিজিপির প্রসঙ্গ বাদ দিয়ে ২০১৯-২০ সালে সরকারি ঋণের পরিমাণ ছিল যেখানে ১০৫.১ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২০-২১ সালে সেটা বেড়ে দাঁড়ায় ১২১.৯ লক্ষ কোটি টাকা।

সরকার বলছে যে সরকারি উন্নলমূলক প্রকল্পে বেশি লগ্নি করা হয়েছে বলে ঋণের পরিমাণ বেড়েছে কারণ সরকার আয়ের চেয়ে ব্যয় করেছে বেশি।

২০২২-২৩ অর্থ বছরে কর আদায় খুব বেশি হয়েছিল বলে রাজস্ব ঘাটতি কিছুটা কমেছিল। ২০২২-২৩ রাজস্ব ঘাটতি ছিল ৬.৪ শতাংশ।

সেটা বর্তমান অর্থ বছরে কমে দাঁড়াতে পারে ৫.৯ শতাংশ। সরকার দাবি করছে রাজস্ব ঘাটতি যেভাবে হোক ৪.৫ শতাংশে নামাতেই হবে।

অর্থরাজ্য মন্ত্রী বলেন, আমাদের কর আদায়ের পরিমাণ বেড়ে গেছে। অর্থনীতির স্বাস্থ্যোদ্ধারের জন্য থাকা প্রয়োজন। সরকার সে সব মানছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে ঋণের পরিমাণ কমিয়ে অর্থনীতিকে শক্তিশালী করি।