২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংঘাতের আবহে নয়া মোড়, আপ মনোনীত বিদ্যুৎ পর্ষদের ২ সদস্যকে সরালেন উপরাজ্যপাল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 56

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিল্লিতে মেয়র নির্বাচন নিয়ে উপরাজ্যপালের সঙ্গে আপ-এর সংঘাতের আবহে নয়া মোড়। অপর একটি রাজনৈতিক ইস্যুতে ফের নতুন করে চাপান-উতোর তৈরি হল দু-পক্ষের মধ্যে। রাজ্যপালের নির্দেশে বিদ্যুৎ পর্ষদ থেকে আপ মুখপাত্র ও সাংসদ পুত্রকে সরিয়ে দিলেন রাজ্যপাল সাক্সেনা। দুজনেই আপ সরকারের মনোনীত প্রার্থী ছিলেন। উপ রাজ্যপালের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আপ সরকার। উপ রাজ্যপাল ভিকে সাক্সেনার এই নির্দেশকে অসাংবিধানিক বলে কটাক্ষ করেছে আম আদমি পার্টি।

কয়েকদিন আগেই দিল্লির পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বোর্ডে মনোনীত সদস্য হিসেবে আপ মুখপাত্র জেসমিন শাহ ও বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল আপ সাংসদ এনডি গুপ্তার ছেলে নবীন গুপ্তাকে। অভিযোগ ওঠে এই নিয়োগ আইন মেনে করা হয়নি। এর পরেই উপরাজ্যপাল ভিকে সাক্সেনা আপ-এর দুজন মনোনীত সদস্যকে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: নেই চেয়ারপার্সন-নেই সদস্য, নামেই রয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন!

প্রসঙ্গত, আপ-এর মনোনীত সদস্য নিয়ে একাধিক অভিযোগ ওঠে। দুই আপ সদস্য আর্থিক সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করা হয়। আর সেই অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করা হয়। এই নিয়ে দিল্লির মুখ্য সচিবকে ডেকে পাঠান উপ রাজ্যপাল।

আরও পড়ুন: হামলা অব্যাহত ইসরাইলের, ২৪ ঘন্টায় নিহত ১৩৫

আর এর পরেই উপ রাজ্যপাল দুই সদস্যকে বিদ্যুৎ পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। রাজ্যপালের এই আচরণের কড়া সমালোচনা করেছে আপ সরকার।
পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বোর্ড মনোনীত সদস্য নিয়োগের অধিকার একমাত্র দিল্লির রাজ্য সরকারের আছে বলে জানিয়েছে তারা। দিল্লির উপরাজ্যপাল নিজের ক্ষমতার ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করছেন বলেও দাবি করেছে আম আদমি পার্টি।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আবহে নন্দীগ্রামের আইসি বদল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সংঘাতের আবহে নয়া মোড়, আপ মনোনীত বিদ্যুৎ পর্ষদের ২ সদস্যকে সরালেন উপরাজ্যপাল

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিল্লিতে মেয়র নির্বাচন নিয়ে উপরাজ্যপালের সঙ্গে আপ-এর সংঘাতের আবহে নয়া মোড়। অপর একটি রাজনৈতিক ইস্যুতে ফের নতুন করে চাপান-উতোর তৈরি হল দু-পক্ষের মধ্যে। রাজ্যপালের নির্দেশে বিদ্যুৎ পর্ষদ থেকে আপ মুখপাত্র ও সাংসদ পুত্রকে সরিয়ে দিলেন রাজ্যপাল সাক্সেনা। দুজনেই আপ সরকারের মনোনীত প্রার্থী ছিলেন। উপ রাজ্যপালের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে আপ সরকার। উপ রাজ্যপাল ভিকে সাক্সেনার এই নির্দেশকে অসাংবিধানিক বলে কটাক্ষ করেছে আম আদমি পার্টি।

কয়েকদিন আগেই দিল্লির পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বোর্ডে মনোনীত সদস্য হিসেবে আপ মুখপাত্র জেসমিন শাহ ও বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছিল আপ সাংসদ এনডি গুপ্তার ছেলে নবীন গুপ্তাকে। অভিযোগ ওঠে এই নিয়োগ আইন মেনে করা হয়নি। এর পরেই উপরাজ্যপাল ভিকে সাক্সেনা আপ-এর দুজন মনোনীত সদস্যকে বোর্ড থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন: নেই চেয়ারপার্সন-নেই সদস্য, নামেই রয়েছে জাতীয় সংখ্যালঘু কমিশন!

প্রসঙ্গত, আপ-এর মনোনীত সদস্য নিয়ে একাধিক অভিযোগ ওঠে। দুই আপ সদস্য আর্থিক সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করা হয়। আর সেই অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করা হয়। এই নিয়ে দিল্লির মুখ্য সচিবকে ডেকে পাঠান উপ রাজ্যপাল।

আরও পড়ুন: হামলা অব্যাহত ইসরাইলের, ২৪ ঘন্টায় নিহত ১৩৫

আর এর পরেই উপ রাজ্যপাল দুই সদস্যকে বিদ্যুৎ পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। রাজ্যপালের এই আচরণের কড়া সমালোচনা করেছে আপ সরকার।
পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বোর্ড মনোনীত সদস্য নিয়োগের অধিকার একমাত্র দিল্লির রাজ্য সরকারের আছে বলে জানিয়েছে তারা। দিল্লির উপরাজ্যপাল নিজের ক্ষমতার ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করছেন বলেও দাবি করেছে আম আদমি পার্টি।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আবহে নন্দীগ্রামের আইসি বদল