মাহে রমযানে পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, আলিয়ার অনুষ্ঠানে বললেন ইমরান

- আপডেট : ১ এপ্রিল ২০২৩, শনিবার
- / 13

সভায় বক্তব্য রাখছেন আহমদ হাসান ইমরান। রয়েছেন সৈয়দ নুরুস সালাম, জাকির হোসেন, সুফিয়া খাতুন প্রমুখ। (ছবি-খালিদুর রহিম)
পুবের কলম প্রতিবেদক: মাহে রমযানে পবিত্র কুরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে। সকলকে প্রতিদিন কমপক্ষে ১০০ আয়াত পড়তে হবে।
প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য রোযা ফরজ। এই মাসেই কুরআন নাযিল হয়েছিল। রমযান মাসে রহমতের দরজা খুলে যায় বলে মন্তব্য করলেন দৈনিক ‘পুবের কলম’-র সম্পাদক ও রাজ্যসভার সাবেক সাংসদ আহমদ হাসান ইমরান।
শুক্রবার নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সব বিভাগের যৌথ আয়োজনে এক ইফতার মজলিশে আহমদ হাসান ইমরান জানান, মানুষের হিদায়েতের জন্য রমযান মাস গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআন এই মাসেই নাযিল হয়েছিল। নৈকট্য লাভের মাস। রমযান মাসে রহমতের দরজা খুলে যায। রমযান মাসে শারীরিক দিক থেকেও উপকারি।

কোনও মুসলিম ছোট হোক বা বড় হোক কেউ রমযানের সঙ্গে প্রতারণা করেন না। রমযান মাসে মাহাত্ম্য বর্ণনা করে আহমদ হাসান ইমরান আরও জানান, রমযান মাসে সকলকে ভালোবাসা কর্তব্য, যদি এই মাসে কোনও রোযাদার ব্যক্তিকে একটা খেজুরও খাওয়ানো হয় বা ইফতার করাই আল্লাহ খুশি হবে। এটা পুণ্যের মাস, কল্যাণের মাস বলে আহমদ হাসান ইমরান উল্লেখ করেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইফতার অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. নুরুস সালাম, টিপিও জাকির হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সায়দ উল হাসান, অধ্যাপিকা সুফিয়া খাতুন (এইচওডি) প্রমুখ।
বিভাগের পড়ুয়া নাশিম নওয়াজের বিশেষ ভূমিকায় ইফতার অনুষ্ঠানে সমস্ত বিভাগের ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তরফেও ইফতার অনুষ্ঠান আয়োজিত হয় বলে জানা গেছে। তবে এদিনের ইফতার অনুষ্ঠানে সাড়ম্বরে আয়োজিত হয়। বক্তারা রমযান মাসের তাৎপর্য তুলে ধরেন।
এদিনের ইফতার মজলিশে আলিয়া বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমস্ত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল। এ দিনের ইফতার মজলিশে সমস্ত মানুষের কল্যাণ কামনায় দোয়া করা হয়।