পুবের কলম ওয়েবডেস্কঃসন্ধ্যা সাতটা থেকে সকাল ৬ পর্যন্ত কোন মহিলা কর্মী সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে পারবেননা। শনিবারেই এই নয়া নির্দেশিকা জারি করেছে যোগী প্রশাসন।
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে উন্নাও থেকে হাথরস একের পর এক নারী নির্যাতনের ঘটনায় বারংবার শিরোনামে উঠে এসছে উত্তরপ্রদেশের নাম। হটাৎ সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মনে হয়েছে না অনেক হয়েছে এবার একটু মহিলাদের নিরপত্তার দিকটি খতিয়ে দেখা দরকার। তাই জারি করা হয়েছে ফরমান।উন্নাও থেকে হাথরস একের পর এক ঘটনায় মুখ পুড়েছে যোগী সরকারের।
ভালোয় ভালোয় বিধানসভা নির্বাচন উতরে গেলেও সামনেই আছে ২৪ এর লোকসভা নির্বাচন। যোগী রাজ্যেই যদি আশানুরূপ ফল না হয় তাহলে মুখ পুড়বে গেরুয়া শিবিরের।
নয়া নির্দেশিকায় ঠিক কি বলা হয়েছে উত্তরপ্রদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ চন্দ্র বলেছেন, ”লিখিত আকারে সম্মতি প্রদানের পরই একজন মহিলা কর্মী সন্ধ্যা সাতটা থেকে সকাল ৬টার মধ্যে কাজ করতে পারেন। সেটা বাড়ি থেকে কাজ হোক কিংবা অফিসে গিয়ে। যদি কোনও মহিলা কর্মী ওই সময় অফিসে কাজ করেন, তাহলে নিখরচায় তাঁকে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।” এই নির্দেশিকার যদি কোন রকম লঙ্ঘন হয় তা হলে তা শ্রম আইন লঙ্ঘন হিসেবেই বিবেচিত হবে।
আরও বলা হয়েছে নয়া নির্দেশিকায় কোন মহিলাকে যদি একান্তই রাতে কাজ করাতে হয় তাহলে তাঁকে অফিস থেকে যাতায়াতের গাড়ি দিতে হবে, সেখানে আরও যেন কমপক্ষে পাঁচ থেকে ছয় জন মহিলা কাজ করেন। মহিলা কর্মীদের হেনস্থা ঠেকাতে কমিটি গঠন করতে হবে। মহিলাদের জন্য পৃথক শৌচাগার এবং চেঞ্জিং রুম রাখতে হবে। কোন মহিলা কর্মীর লিখিত সম্মতি পেলে তবেই তাঁকে রাতের কাজে বহাল করা যাবে।বিরোধীরা অবশ্য খোঁচা দিয়ে বলছেন দেরীতে হলেও বোধোদয় যে হয়েছে এটাই অনেক। ( 267)





























