০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে বিষমদ খেয়ে মৃত ৫, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪৪

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 35

ছবিঃ প্রতীকী

পুবের কলম ওয়েবডেস্কঃ ইতিমধ্যেই তিন দফা ভোট সম্পন্ন হয়েছে উত্তরপ্রদেশে। এই ভোট আবহের মধ্যেই উত্তরপ্রদেশে বিষ মদের বলি হলেন ৫ জন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ জন। এই ঘটনা ঘটেছে আজমগড়ে।  সোমবার আজমগড়ের আহরাউলা থানা এলাকার মহুলনগরের একটি দোকান থেকে ওই বাসিন্দারা মদ কেনেন। প্রথমে তিন জন মারা যান, পরে মৃত্যু হয় আরও ২জনের। সবমিলিয়ে অসুস্থ হন ৬৭ জন,তবে তাদের মধ্যে সুস্থ হয়ে যান ২৩ জন, বাকিদের ভর্তি করতে হয় হাসপাতালে।

এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই বিক্রেতাকে। তবে পলাতক দোকান মালিক।ওই মদের দোকানের মালিক ওই অঞ্চলের সমাজবাদী পার্টির প্রার্থী রমাকান্ত যাদবের ভাগ্নে রঞ্জেশ বলে জানা গিয়েছে। জাতীয় সুরক্ষা আইনে রুজু হয়েছে অভিযোগ।খুন এবং আবগারি আইনেও দায়ের করা হয়েছে এফআইআর।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

 

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে বিষমদ খেয়ে মৃত ৫, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪৪

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইতিমধ্যেই তিন দফা ভোট সম্পন্ন হয়েছে উত্তরপ্রদেশে। এই ভোট আবহের মধ্যেই উত্তরপ্রদেশে বিষ মদের বলি হলেন ৫ জন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪৪ জন। এই ঘটনা ঘটেছে আজমগড়ে।  সোমবার আজমগড়ের আহরাউলা থানা এলাকার মহুলনগরের একটি দোকান থেকে ওই বাসিন্দারা মদ কেনেন। প্রথমে তিন জন মারা যান, পরে মৃত্যু হয় আরও ২জনের। সবমিলিয়ে অসুস্থ হন ৬৭ জন,তবে তাদের মধ্যে সুস্থ হয়ে যান ২৩ জন, বাকিদের ভর্তি করতে হয় হাসপাতালে।

এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশংকাজনক। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে দুই বিক্রেতাকে। তবে পলাতক দোকান মালিক।ওই মদের দোকানের মালিক ওই অঞ্চলের সমাজবাদী পার্টির প্রার্থী রমাকান্ত যাদবের ভাগ্নে রঞ্জেশ বলে জানা গিয়েছে। জাতীয় সুরক্ষা আইনে রুজু হয়েছে অভিযোগ।খুন এবং আবগারি আইনেও দায়ের করা হয়েছে এফআইআর।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

 

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই