০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আপনার মেয়ে মরলে 'খেলতে' নামতে পারতেন?

২৬টা প্রাণের চেয়েও টাকা বেশি জরুরি ? Ind vs Pak Asia Cup 2025 নিয়ে গর্জে উঠলেন আসাদউদ্দিন ওয়াইসি

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
  • / 268

পুবের কলম,ওয়েবডেস্ক: অপেক্ষার আর কয়েকঘণ্টা মাত্র (Ind vs Pak Asia Cup 2025)! তার পরেই দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকের এশিয়া কাপ ম্যাচ। আজ সন্ধ্যা ৮ টা নাগাদ মরু শহরে মুখোমুখী হতে চলেছে চির-প্রতিদ্বন্দ্বী দুই দেশ। নানা টালবাহানার পর অবশেষে আজকের এই ম্যাচ। তবে ম্যাচের সময় যত এগিয়ে আসছে, ততই যেন জোরালো হচ্ছে বয়কটের ডাক। এবার ভারত-পাক ম্যাচ (Ind vs Pak Asia Cup 2025) নিয়ে সুর চড়ালেন হায়দরাবাদের সংসদ তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এমনিতেই প্রথম থেকেই সংশ্লিষ্ট ম্যাচ নিয়ে বেজায় চটে ছিলেন তিনি। এবার ফের একবার গর্জে উঠলেন বিসিসিআই-এর বিরুদ্ধে। তিনি বলেন, এই একটা ম্যাচ থেকে ক’টা টাকাই বা পাবে বিসিসিআই? সেই টাকার অঙ্কটা কি ২৬টা প্রাণের চেয়েও বেশি মূল্যবান?

READ MORE: আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার ‘প্রেমিক’

আরও পড়ুন: দুবাইয়ে আটক ‘বিগ বস’ খ্যাত আবদু রোজিক

এদিন তিনি আরও বলেন, এমনিতেই বিরোধীদের তুচ্ছ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  গর্জে ওঠেন। তাহলে আমার প্রশ্ন হল, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপনারা নিরব কেন?  পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলতে অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের নেই?  যারা পহেলগাওয়ে ২৬ জন নিরীহ মানুষদের ওপর গুলি চালিয়েছিল? যদি ওই ঘটনায় তোমাদের মেয়ে মারা যেত তাহলে তুমি কি খেলতে? আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন সন্ত্রাসবাদ এবং আলাপচারিতা একসাথে চলতে পারে না। ম্যাচ হবে ৭০০-৮০০ কোটি থেকে ২০০০ কোটি টাকা আসবে‌ বিসিসিআইয়ের (BCCI) কাছে।

 

আমার প্রশ্ন টাকার চেয়ে কি এই মৃতদেহগুলির দাম বেশি।  উল্লেখ্য ভারত বনাম পাকিস্তান ম্যাচ বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টেও পর্যন্ত আবেদন করা হয়েছিল।  পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে।  এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি।

 

বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরাও দ্বিধাবিভক্ত। একাংশের মতে, হিংসা আর  খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। যারা ভারত-পাক ম্যাচের বিপক্ষে, তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ওয়েইসির।

মিম সুপ্রিমোর সাফ কথা, আমরা পহেলগাঁওয়ে মৃতদের পরিবারের পাশে ছিলাম, আছি আগামী দিনেও থাকব।  তিনি বা তাঁর অনুগামীরা রবিবারের ম্যাচ দেখবেন না।

একই অবস্থান নিয়েছে আম আদমি পার্টিও। আপ বলছে, আজকের এই ম্যাচ ভারতীয় মহিলাদের সিঁদুরের অপমান। একইসঙ্গে দলের তরফে জানানো হয়েছে,  দিল্লিতে কোনও রেস্তরাঁ বা পাব যদি আজকের ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করে তাহলে সেগুলিকে চিরতরে বয়কট করা হবে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আপনার মেয়ে মরলে 'খেলতে' নামতে পারতেন?

২৬টা প্রাণের চেয়েও টাকা বেশি জরুরি ? Ind vs Pak Asia Cup 2025 নিয়ে গর্জে উঠলেন আসাদউদ্দিন ওয়াইসি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অপেক্ষার আর কয়েকঘণ্টা মাত্র (Ind vs Pak Asia Cup 2025)! তার পরেই দুবাইয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাকের এশিয়া কাপ ম্যাচ। আজ সন্ধ্যা ৮ টা নাগাদ মরু শহরে মুখোমুখী হতে চলেছে চির-প্রতিদ্বন্দ্বী দুই দেশ। নানা টালবাহানার পর অবশেষে আজকের এই ম্যাচ। তবে ম্যাচের সময় যত এগিয়ে আসছে, ততই যেন জোরালো হচ্ছে বয়কটের ডাক। এবার ভারত-পাক ম্যাচ (Ind vs Pak Asia Cup 2025) নিয়ে সুর চড়ালেন হায়দরাবাদের সংসদ তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এমনিতেই প্রথম থেকেই সংশ্লিষ্ট ম্যাচ নিয়ে বেজায় চটে ছিলেন তিনি। এবার ফের একবার গর্জে উঠলেন বিসিসিআই-এর বিরুদ্ধে। তিনি বলেন, এই একটা ম্যাচ থেকে ক’টা টাকাই বা পাবে বিসিসিআই? সেই টাকার অঙ্কটা কি ২৬টা প্রাণের চেয়েও বেশি মূল্যবান?

READ MORE: আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার ‘প্রেমিক’

আরও পড়ুন: দুবাইয়ে আটক ‘বিগ বস’ খ্যাত আবদু রোজিক

এদিন তিনি আরও বলেন, এমনিতেই বিরোধীদের তুচ্ছ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  গর্জে ওঠেন। তাহলে আমার প্রশ্ন হল, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপনারা নিরব কেন?  পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলতে অস্বীকার করার ক্ষমতা কি আপনাদের নেই?  যারা পহেলগাওয়ে ২৬ জন নিরীহ মানুষদের ওপর গুলি চালিয়েছিল? যদি ওই ঘটনায় তোমাদের মেয়ে মারা যেত তাহলে তুমি কি খেলতে? আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন সন্ত্রাসবাদ এবং আলাপচারিতা একসাথে চলতে পারে না। ম্যাচ হবে ৭০০-৮০০ কোটি থেকে ২০০০ কোটি টাকা আসবে‌ বিসিসিআইয়ের (BCCI) কাছে।

 

আমার প্রশ্ন টাকার চেয়ে কি এই মৃতদেহগুলির দাম বেশি।  উল্লেখ্য ভারত বনাম পাকিস্তান ম্যাচ বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টেও পর্যন্ত আবেদন করা হয়েছিল।  পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক শেষ করার দাবি উঠেছে। এশিয়া কাপে বা আর কোনও বহুদলীয় টুর্নামেন্টেও যাতে কোনওভাবে পাকিস্তানের মুখোমুখি না হতে হয়, সেটাও নিশ্চিত করার দাবি উঠেছে।  এর মধ্যে পাকিস্তানও ভারতে নিজেদের হকি দল পাঠায়নি।

 

বিতর্কের আবহে লেজেন্ডস লিগে ইরফান পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের কিংবদন্তিদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি হননি। তবে সেসব উপেক্ষা করেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দল নামাতে চলেছে বিসিসিআই। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরাও দ্বিধাবিভক্ত। একাংশের মতে, হিংসা আর  খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। আবার কেউ কেউ ক্রিকেটীয় সম্পর্ক চালিয়ে যাওয়ার পক্ষে। যারা ভারত-পাক ম্যাচের বিপক্ষে, তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ওয়েইসির।

মিম সুপ্রিমোর সাফ কথা, আমরা পহেলগাঁওয়ে মৃতদের পরিবারের পাশে ছিলাম, আছি আগামী দিনেও থাকব।  তিনি বা তাঁর অনুগামীরা রবিবারের ম্যাচ দেখবেন না।

একই অবস্থান নিয়েছে আম আদমি পার্টিও। আপ বলছে, আজকের এই ম্যাচ ভারতীয় মহিলাদের সিঁদুরের অপমান। একইসঙ্গে দলের তরফে জানানো হয়েছে,  দিল্লিতে কোনও রেস্তরাঁ বা পাব যদি আজকের ম্যাচ লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করে তাহলে সেগুলিকে চিরতরে বয়কট করা হবে।