০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান! যোগী সরকারের আজব দাবি শুনে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

মাসুদ আলি
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের হাওয়াতেই দূষিত হচ্ছে উত্তরপ্রদেশ। দূষণেও পাকিস্তানের ভূমিকা খুঁজে বার করল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছেন, উত্তরপ্রদেশে যে হাওয়া পাকিস্তানের দিক থেকে আসে, তাতেই দূষিত হচ্ছে রাজ্য।

দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে চলতি শুনানির সময় উত্তরপ্রদেশের দেওয়া অদ্ভুত যুক্তি শুনে অবাক হয় আদালত। আদালত পাল্টা উত্তরপ্রদেশ সরকারকে প্রশ্ন করেছে, তাহলে কি এ বার পাকিস্তানের কল-কারখানা বন্ধ করার কথা বলবে যোগী সরকার? উত্তরপ্রদেশ সরকারের হয়ে আদালতে সওয়াল করছিলেন অ্যাডভোকেট রঞ্জিত কুমার।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

দূষণে ঢেকেছে দিল্লি।বাতাসে ভাসছে বিষ। দীপাবলির পর এই দূষণ আরও বিকট আকার নিয়েছে। সেই সময় থেকেই নষ্ট শস্যের গোড়া পোড়ানোর ধোঁয়ায় সৃষ্ট দূষণকে কেন্দ্র করে শুরু হয় পারস্পরিক চাপানউতোরের খেলা। পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ। সোমবার তা খুললেও ফের শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করে বলে কী করে পূর্ণবয়স্করা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করা সত্ত্বেও ৩-৪ বছরের খুদেদের স্কুলে পাঠানো হচ্ছে? এরপরই দিল্লি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার থেকে ফের বন্ধ করে দেওয়া হবে সমস্ত স্কুল। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণা করার সময় জানিয়েছেন, ”ধীরে ধীরে পরিবেশের উন্নতি হবে, এমন পূর্বাভাস পেয়েই আমরা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দূষণ ফের বাড়তে শুরু করায় আমরা সিদ্ধান্ত নিয়ে শুক্রবার থেকে স্কুল বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বন্ধই রাখা হবে।”

আরও পড়ুন: পাকিস্তানকে কাছে টেনে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে আমেরিকা 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান! যোগী সরকারের আজব দাবি শুনে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের হাওয়াতেই দূষিত হচ্ছে উত্তরপ্রদেশ। দূষণেও পাকিস্তানের ভূমিকা খুঁজে বার করল উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছেন, উত্তরপ্রদেশে যে হাওয়া পাকিস্তানের দিক থেকে আসে, তাতেই দূষিত হচ্ছে রাজ্য।

দিল্লির দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে চলতি শুনানির সময় উত্তরপ্রদেশের দেওয়া অদ্ভুত যুক্তি শুনে অবাক হয় আদালত। আদালত পাল্টা উত্তরপ্রদেশ সরকারকে প্রশ্ন করেছে, তাহলে কি এ বার পাকিস্তানের কল-কারখানা বন্ধ করার কথা বলবে যোগী সরকার? উত্তরপ্রদেশ সরকারের হয়ে আদালতে সওয়াল করছিলেন অ্যাডভোকেট রঞ্জিত কুমার।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

দূষণে ঢেকেছে দিল্লি।বাতাসে ভাসছে বিষ। দীপাবলির পর এই দূষণ আরও বিকট আকার নিয়েছে। সেই সময় থেকেই নষ্ট শস্যের গোড়া পোড়ানোর ধোঁয়ায় সৃষ্ট দূষণকে কেন্দ্র করে শুরু হয় পারস্পরিক চাপানউতোরের খেলা। পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৩ নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় সমস্ত স্কুল-কলেজ। সোমবার তা খুললেও ফের শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট কেজরিওয়াল সরকারকে ভর্ৎসনা করে বলে কী করে পূর্ণবয়স্করা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করা সত্ত্বেও ৩-৪ বছরের খুদেদের স্কুলে পাঠানো হচ্ছে? এরপরই দিল্লি সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় শুক্রবার থেকে ফের বন্ধ করে দেওয়া হবে সমস্ত স্কুল। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এই ঘোষণা করার সময় জানিয়েছেন, ”ধীরে ধীরে পরিবেশের উন্নতি হবে, এমন পূর্বাভাস পেয়েই আমরা স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দূষণ ফের বাড়তে শুরু করায় আমরা সিদ্ধান্ত নিয়ে শুক্রবার থেকে স্কুল বন্ধ রাখছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বন্ধই রাখা হবে।”

আরও পড়ুন: পাকিস্তানকে কাছে টেনে ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে আমেরিকা