০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এসআইআর-এর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ অব্যাহত, পোস্টারে মোদি ও নির্বাচন কমিশনের কার্টুন প্রদর্শন

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 179

নয়াদিল্লি : বিহারে ভোটার তালিকা পুনর্মূল্যায়ন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে ইন্ডিয়া ব্লক। মঙ্গলবার সংসদের বর্ষা অধিবেশনের আগে টানা বৃষ্টির মধ্যেই সংসদ চত্বরের বাইরে একাধিক বিরোধী দলের সাংসদ প্রতিবাদে অংশ নেন। এদিন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে কার্টুন পোস্টার প্রদর্শন করেন।

কংগ্রেস, ডিএমকে, জেএমএম ও আরজেডি সহ একাধিক দলের সাংসদ — গৌরব গগৈ, মানিকম ট্যাগোর, হিবি ইডেন, কানিমোঝি, মহুয়া  মাজি, মনোজ ঝা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পোস্টার প্রদর্শন করেন এবং এসআইআর বন্ধের দাবি জানান। সাংসদ মানিকম ট্যাগোর একটি বিতর্কিত কার্টুন টুইট করেন, যেখানে নির্বাচন কমিশনকে হাতকড়া পরানো অবস্থায় দেখানো হয়। এক হাতে তার ইভিএম ধরা এবং মুখ থেকে বের হওয়া সংলাপ — “YES SIR”— সরাসরি সরকারপক্ষের প্রতি কমিশনের অনুগত্যের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

এই পোস্টের মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। মানিকম ট্যাগোরের অভিযোগ, বিহারে ৫৬ লক্ষের বেশি ভোটারদের নাম এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যার ফলে গরিব, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি এটিকে “গণতন্ত্রের ওপরে আক্রমণ” বলে বর্ণনা করেন।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

এদিন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা রাজ্যসভায় এসআইআর নিয়ে চর্চার দাবি জানিয়ে কাজ স্থগিতের নোটিশ দেন। তিনি সংসদের উচ্চকক্ষের সচিবকে চিঠি দিয়ে বলেন, “আমি রাজ্যসভার কার্যনির্বাহী নিয়ম ২৬৭ অনুযায়ী ২৯ জুলাইয়ের জন্য তালিকাভুক্ত কাজ স্থগিত করার প্রস্তাব দিতে চাই।”

আরও পড়ুন: রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসআইআর-এর বিরুদ্ধে ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ অব্যাহত, পোস্টারে মোদি ও নির্বাচন কমিশনের কার্টুন প্রদর্শন

আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার

নয়াদিল্লি : বিহারে ভোটার তালিকা পুনর্মূল্যায়ন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে ইন্ডিয়া ব্লক। মঙ্গলবার সংসদের বর্ষা অধিবেশনের আগে টানা বৃষ্টির মধ্যেই সংসদ চত্বরের বাইরে একাধিক বিরোধী দলের সাংসদ প্রতিবাদে অংশ নেন। এদিন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে কার্টুন পোস্টার প্রদর্শন করেন।

কংগ্রেস, ডিএমকে, জেএমএম ও আরজেডি সহ একাধিক দলের সাংসদ — গৌরব গগৈ, মানিকম ট্যাগোর, হিবি ইডেন, কানিমোঝি, মহুয়া  মাজি, মনোজ ঝা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে পোস্টার প্রদর্শন করেন এবং এসআইআর বন্ধের দাবি জানান। সাংসদ মানিকম ট্যাগোর একটি বিতর্কিত কার্টুন টুইট করেন, যেখানে নির্বাচন কমিশনকে হাতকড়া পরানো অবস্থায় দেখানো হয়। এক হাতে তার ইভিএম ধরা এবং মুখ থেকে বের হওয়া সংলাপ — “YES SIR”— সরাসরি সরকারপক্ষের প্রতি কমিশনের অনুগত্যের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: তেলেঙ্গানায় ভোটার তালিকার ছবির অপব্যবহারের অভিযোগ

এই পোস্টের মাধ্যমে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। মানিকম ট্যাগোরের অভিযোগ, বিহারে ৫৬ লক্ষের বেশি ভোটারদের নাম এসআইআর-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যার ফলে গরিব, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি এটিকে “গণতন্ত্রের ওপরে আক্রমণ” বলে বর্ণনা করেন।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ লাগাতে চান রাহুল , বিস্ফোরক মন্তব্য বিজেপি সাংসদ নিশিকান্ত’র

এদিন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা রাজ্যসভায় এসআইআর নিয়ে চর্চার দাবি জানিয়ে কাজ স্থগিতের নোটিশ দেন। তিনি সংসদের উচ্চকক্ষের সচিবকে চিঠি দিয়ে বলেন, “আমি রাজ্যসভার কার্যনির্বাহী নিয়ম ২৬৭ অনুযায়ী ২৯ জুলাইয়ের জন্য তালিকাভুক্ত কাজ স্থগিত করার প্রস্তাব দিতে চাই।”

আরও পড়ুন: রাহুল গান্ধির অভিযোগকে ‘ভুল ও ভিত্তিহীন’ বললো নির্বাচন কমিশন