Gaza Genocide: গাজায় গণহত্যা বন্ধ করতে আমেরিকার বিরুদ্ধে ভারত-চিন-রাশিয়াকে এক হতে হবে: সেলিম

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 50
পুবের কলম প্রতিবেদক : আমেরিকা একটি সাম্রাজ্যবাদি শক্তি। সেই দেশের মদদে জায়নবাদি শক্তি ইসরাইল গাজায় গণহত্যা (Gaza Genocide) চালাচ্ছে। এর বিরুদ্ধে সরব হতে হবে ভারতকে। শুধু তাই নয়, ভারত-রাশিয়া ও চিনকে একযোগে কাজ করতে হবে। এমনটাই মনে করছেন রাজ্য সিপিএমের সম্পাদক মুহাম্মদ সেলিম।
একইভাবে অন্যান্য বাম দলের নেতারাও মনে করেন ভারত সরকারকে শক্তিশালী পদক্ষেপ নেওয়া দরকার। সবার মতে, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিশ্বরাজনীতিকে অস্থির করে তুলছে। দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরাইল সরকারের পদক্ষেপ ভালো নয় বলেও মনে করছেন বাম নেতারা।
চিন-রশিয়া নিয়ে এক হতে হলে সমস্যা আছে অনেক। এ নিয়ে অবশ্য সেলিম বলেন, ‘চিন আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমাদের সীমান্ত নিয়ে সমস্যা আছে। সংঘর্ষ নয়, আলোচনার মাধ্যমে প্রতিবেশীর সঙ্গে বিরোধের সমাধান করতে হয়। দীর্ঘ দিন ধরে আমরা এই কথাই বলে আসছি। সংঘর্ষের মাসুল আমাদের দিতে হয়েছে অতীতে, এখন সমন্বয়ের সুফল নিতে হবে।’
সোমবার ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুহাম্মদ সেলিম বলেন, ‘আমরা বলছি মার্কিন সাম্রাজ্যবাদের দাপাদাপি এশিয়ায় কমাতে হলে রাশিয়া, চিন ও ভারতকে কাছাকাছি আসতে হবে। ‘ব্রিকস-র দেশ, যেমন ভারত রাশিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা চিনকে কাছাকাছি আসতে হবে।’
মধ্য এশিয়া নিয়ে সেলিম বলেন, ‘পশ্চিম এশিয়ায় কাতার, সউদি আরব আমেরিকার সাথে বন্ধুত্ব করে রেখেছে। আর আমেরিকার মদতে ইসরাইল পশ্চিম এশিয়ায় আধিপত্য বাড়াচ্ছে। শুধু গাজায় গণহত্যা (Gaza Genocide) করছে তা না ইয়েমেনে গোটা ক্যাবিনেটকে ধ্বংস করেছে বোমা ফেলে, ইরানের উপর বোমা ফেলেছে ইজরায়েল। লাতিন আমেরিকার দেশগুলি যদি আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে এককাট্টা হতে পারে তাহলে এশিয়ায় তা হবে না কেন? প্রশ্ন সেলিমের।
সোমবারের কর্মসূচি নিয়ে সেলিম আরও বলেন, ফিলিস্তিনে যখন গণহত্যা (Gaza Genocide) হচ্ছে তখন জাত ধর্মে ভাগ করা হচ্ছে। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই মিছিল। ইসরাইল যা করছে সেটা হচ্ছে মার্কিন মদদে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলি শান্তি চায়। সাম্রাজ্যবাদের চক্করে পড়লে সব শেষ হয়ে যাবে।