০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘মোদিজীর নেতৃত্বে বদলাচ্ছে ভারত’, নদিয়ার বেথুয়াডহরি থেকে বক্তব্য নাড্ডার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 102

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের দ্বিতীয়বারের জন্য বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জে পি নাড্ডা। আর তার পরেই পশ্চিমবঙ্গের জেলা সফরে নাড্ডা। বৃহস্পতিবার নদিয়ার বেথুয়াডহরিতে এসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি।

নাড্ডা এদিন বলেন, প্রধানমন্ত্রীর মোদির নেতৃত্বে ১৪০ কোটির দেশ আজ করোনামুক্ত। চিন, আমেরিকা যেখানে এখনও করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে ভারতকে করোনামুক্ত করতে নজির গড়ছে কেন্দ্র সরকার। ভারত এখন ১০০ কোটির দেশকে ভ্যাকসিন পৌঁছে দিচ্ছে। মোদিজীর নেতৃত্বে বদলাচ্ছে ভারত। দুর্নীতি প্রসঙ্গে নাড্ডা বলেন, আগের কেন্দ্রীয় সরকারের আমলেও প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

বাংলায় শাসক দলকে লাগাতার নিশানা করে নাড্ডা বলেন, বাংলায় মনরেগার প্রকল্পে দুর্নীতি হয়েছে। কয়লা, বালি কিছুই ছাড়ছে না। একের পর এক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতি হয়ে যাচ্ছে। কেন্দ্রের দেওয়া আবাস যোজনার টাকাও খেয়ে নিয়েছে। চুরি করবে আবার গা-জোয়ারিও করবে। বিজেপিকে ভোট দিন, চোর ধরব আর জেল ভরব।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

নাড্ডা বলেন, ভারতে জনতা দলই একমাত্র বিকল্প। নাড্ডা শাসকদলকে একের পর কটাক্ষ করে বলেন, রাজ্যে তৃণমূলের সরকার, একটি বেইমানির সরকার। কেন্দ্র টাকা পাঠায়, এখানে তোলাবাজি করা হয়।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

উল্লেখ্য, আজ নাড্ডার বক্তব্য দেওয়ার আগেই আলিপুরদুয়ার থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন,  কেন্দ্র ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। বন্যা হলে কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্রীয় সরকার সব ফান্ড বন্ধ করে দিয়েছে। রাজ্যের টাকা রাজ্যকেই দিচ্ছে না কেন্দ্র। বন্যা হলেও টাকা দেয় না, নদী ভাঙনে টাকা দেয় না কেন্দ্র। প্রতিশ্রুতি পালন না করে তৃণমূল পালিয়ে যায় না। এবার তো নকুলদানা কিনতে হলেও ট্যাক্স দিতে হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মোদিজীর নেতৃত্বে বদলাচ্ছে ভারত’, নদিয়ার বেথুয়াডহরি থেকে বক্তব্য নাড্ডার

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের দ্বিতীয়বারের জন্য বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জে পি নাড্ডা। আর তার পরেই পশ্চিমবঙ্গের জেলা সফরে নাড্ডা। বৃহস্পতিবার নদিয়ার বেথুয়াডহরিতে এসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি।

নাড্ডা এদিন বলেন, প্রধানমন্ত্রীর মোদির নেতৃত্বে ১৪০ কোটির দেশ আজ করোনামুক্ত। চিন, আমেরিকা যেখানে এখনও করোনার সঙ্গে লড়াই করছে, সেখানে ভারতকে করোনামুক্ত করতে নজির গড়ছে কেন্দ্র সরকার। ভারত এখন ১০০ কোটির দেশকে ভ্যাকসিন পৌঁছে দিচ্ছে। মোদিজীর নেতৃত্বে বদলাচ্ছে ভারত। দুর্নীতি প্রসঙ্গে নাড্ডা বলেন, আগের কেন্দ্রীয় সরকারের আমলেও প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক দুর্নীতি হয়েছে।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

বাংলায় শাসক দলকে লাগাতার নিশানা করে নাড্ডা বলেন, বাংলায় মনরেগার প্রকল্পে দুর্নীতি হয়েছে। কয়লা, বালি কিছুই ছাড়ছে না। একের পর এক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতি হয়ে যাচ্ছে। কেন্দ্রের দেওয়া আবাস যোজনার টাকাও খেয়ে নিয়েছে। চুরি করবে আবার গা-জোয়ারিও করবে। বিজেপিকে ভোট দিন, চোর ধরব আর জেল ভরব।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

নাড্ডা বলেন, ভারতে জনতা দলই একমাত্র বিকল্প। নাড্ডা শাসকদলকে একের পর কটাক্ষ করে বলেন, রাজ্যে তৃণমূলের সরকার, একটি বেইমানির সরকার। কেন্দ্র টাকা পাঠায়, এখানে তোলাবাজি করা হয়।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

উল্লেখ্য, আজ নাড্ডার বক্তব্য দেওয়ার আগেই আলিপুরদুয়ার থেকে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন,  কেন্দ্র ওবিসি স্কলারশিপের টাকা বন্ধ করে দিয়েছে। বন্যা হলে কেন্দ্র টাকা দেয় না। কেন্দ্রীয় সরকার সব ফান্ড বন্ধ করে দিয়েছে। রাজ্যের টাকা রাজ্যকেই দিচ্ছে না কেন্দ্র। বন্যা হলেও টাকা দেয় না, নদী ভাঙনে টাকা দেয় না কেন্দ্র। প্রতিশ্রুতি পালন না করে তৃণমূল পালিয়ে যায় না। এবার তো নকুলদানা কিনতে হলেও ট্যাক্স দিতে হবে।