১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অসমের স্কুলে প্রথম এআই শিক্ষিকা আইরিশ, পড়ুয়াদের সব প্রশ্নের উত্তর দিলেন নির্ভুলভাবে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ মে ২০২৪, শুক্রবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্ক:  পরনে মেখলা চাদর, হালকা গহনা, কপালে টিপ, মাথার দুপাশে ফুল জড়ানো। হ্যাঁ, অসমে এই পোশাকেই স্কুল পড়ুয়াদের সামনে আবির্ভাব হল আইরিশের। আইরিশ একজন এআই শিক্ষিকা। ঐতিহাসিক অসমীয়া পোশাকে এআই শিক্ষিকাকে দেখে তাজ্জব হয়ে যায় পড়ুয়ারা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষিকা আইরিশ গুয়াহাটির একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। হিমোগ্লোবিন কী? – এবং সমস্ত বিবরণ সহ শিক্ষার্থীকে বুঝিয়ে বলেন তিনি।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়ারা যখনই এআই শিক্ষিকাকে কোনও প্রশ্ন করছে তখনই তিনি সেটি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরাও এআই শিক্ষিকাকে পেয়ে খুব উৎসাহিত ছিল। পড়ুয়ারা প্রথমে কিছুটা অবাক হয়ে থাকলেও পরে শিক্ষিকার সঙ্গে হাত মেলায় তারা। দেখে মনে হয়েছে তারা এআই শিক্ষিকার পড়ানোর কায়দা নিয়ে উৎসাহিত ছিল। কারণ এআই শিক্ষিকা শেখার প্রক্রিয়াটি মজাদার খুব তুলেছিল।

‘আইরিশ’-এর একটি ভয়েস-নিয়ন্ত্রিত সহকারি রয়েছে যা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। রোবটি নীতি আয়োগের উদ্যোগে অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল) প্রকল্পের অধীনে মেকারল্যাবস এডু-টেক এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেসরকারি স্কুলে শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে উত্তর-পূর্ব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতে রোবটের ভূমিকা গুরুত্বপূর্ণ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমের স্কুলে প্রথম এআই শিক্ষিকা আইরিশ, পড়ুয়াদের সব প্রশ্নের উত্তর দিলেন নির্ভুলভাবে

আপডেট : ৩১ মে ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  পরনে মেখলা চাদর, হালকা গহনা, কপালে টিপ, মাথার দুপাশে ফুল জড়ানো। হ্যাঁ, অসমে এই পোশাকেই স্কুল পড়ুয়াদের সামনে আবির্ভাব হল আইরিশের। আইরিশ একজন এআই শিক্ষিকা। ঐতিহাসিক অসমীয়া পোশাকে এআই শিক্ষিকাকে দেখে তাজ্জব হয়ে যায় পড়ুয়ারা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষিকা আইরিশ গুয়াহাটির একটি বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। হিমোগ্লোবিন কী? – এবং সমস্ত বিবরণ সহ শিক্ষার্থীকে বুঝিয়ে বলেন তিনি।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়ারা যখনই এআই শিক্ষিকাকে কোনও প্রশ্ন করছে তখনই তিনি সেটি খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। শিক্ষার্থীরাও এআই শিক্ষিকাকে পেয়ে খুব উৎসাহিত ছিল। পড়ুয়ারা প্রথমে কিছুটা অবাক হয়ে থাকলেও পরে শিক্ষিকার সঙ্গে হাত মেলায় তারা। দেখে মনে হয়েছে তারা এআই শিক্ষিকার পড়ানোর কায়দা নিয়ে উৎসাহিত ছিল। কারণ এআই শিক্ষিকা শেখার প্রক্রিয়াটি মজাদার খুব তুলেছিল।

‘আইরিশ’-এর একটি ভয়েস-নিয়ন্ত্রিত সহকারি রয়েছে যা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে। রোবটি নীতি আয়োগের উদ্যোগে অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল) প্রকল্পের অধীনে মেকারল্যাবস এডু-টেক এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেসরকারি স্কুলে শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যেতে উত্তর-পূর্ব অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতে রোবটের ভূমিকা গুরুত্বপূর্ণ।