০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘চিল্লা-ই-কালান’-এ কাবু ভূস্বর্গ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্কঃ শুভ্র তুষারপাতে উজ্জ্বল ভূস্বর্গ। চারিদিকে যেন সাদা চাদর বিছানো। ব্যাপক তুষারপাতে কাবু গোটা উপত্যকা। তার মধ্যে আবার নতুন করে তুষারপাত  শুরু হয়েছে গুলমার্গ, পহেলগাঁও সহ কাশ্মীরের একাধিক পর্যটন কেন্দ্রে।

‘চিল্লা-ই-কালান’-এ কাবু ভূস্বর্গ

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

‘চিল্লা-ই-কালান’-এর কবলে ভূস্বর্গ! চলতি সপ্তাহে গুলমার্গে প্রায় ১.২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা নেমেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। গুলমার্গের পাশাপাশি পহেলগাঁওয় তুষারপাতের কবলে।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘চিল্লা-ই-কালান’-এ কাবু ভূস্বর্গ

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল

পহেলগাঁও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। সেখানেও এখন তাপমাত্রা মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

‘চিল্লা-ই-কালান’ কি

কাশ্মীরে এই ৪০ দিনের সময়কালে, রাতগুলি ঠান্ডা থাকে এবং দিনের তাপমাত্রা একক সংখ্যায় বৃদ্ধি পায়। চিল্লাই-কালানের সময়, কাশ্মীরের উপত্যকায় আবহাওয়া ঠান্ডা থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে যায়। এই সময়ের মধ্যে যে তুষার পড়ে তা জমে যায় এবং দীর্ঘকাল স্থায়ী হয়। এই তুষারই উপত্যকার হিমবাহকে যোগ করে এবং গ্রীষ্মের মাসগুলিতে কাশ্মীরের নদী, স্রোত এবং হ্রদগুলির জলাধারগুলিকে পূর্ণ করে। চিল্লাই কালানের পর যে কোনও তুষারপাত বেশিদিন স্থায়ী হয় না।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘চিল্লা-ই-কালান’-এ কাবু ভূস্বর্গ

আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ শুভ্র তুষারপাতে উজ্জ্বল ভূস্বর্গ। চারিদিকে যেন সাদা চাদর বিছানো। ব্যাপক তুষারপাতে কাবু গোটা উপত্যকা। তার মধ্যে আবার নতুন করে তুষারপাত  শুরু হয়েছে গুলমার্গ, পহেলগাঁও সহ কাশ্মীরের একাধিক পর্যটন কেন্দ্রে।

‘চিল্লা-ই-কালান’-এ কাবু ভূস্বর্গ

আরও পড়ুন: গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা উপত্যকার স্কুলগুলিতে

‘চিল্লা-ই-কালান’-এর কবলে ভূস্বর্গ! চলতি সপ্তাহে গুলমার্গে প্রায় ১.২ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। এর পাশাপাশি তাপমাত্রা নেমেছে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে। গুলমার্গের পাশাপাশি পহেলগাঁওয় তুষারপাতের কবলে।

আরও পড়ুন: কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘চিল্লা-ই-কালান’-এ কাবু ভূস্বর্গ

আরও পড়ুন: কাশ্মীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূলের ৫ প্রতিনিধি দল

পহেলগাঁও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও অমরনাথ যাত্রার বেস ক্যাম্প। সেখানেও এখন তাপমাত্রা মাইনাস ১.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

‘চিল্লা-ই-কালান’ কি

কাশ্মীরে এই ৪০ দিনের সময়কালে, রাতগুলি ঠান্ডা থাকে এবং দিনের তাপমাত্রা একক সংখ্যায় বৃদ্ধি পায়। চিল্লাই-কালানের সময়, কাশ্মীরের উপত্যকায় আবহাওয়া ঠান্ডা থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে যায়। এই সময়ের মধ্যে যে তুষার পড়ে তা জমে যায় এবং দীর্ঘকাল স্থায়ী হয়। এই তুষারই উপত্যকার হিমবাহকে যোগ করে এবং গ্রীষ্মের মাসগুলিতে কাশ্মীরের নদী, স্রোত এবং হ্রদগুলির জলাধারগুলিকে পূর্ণ করে। চিল্লাই কালানের পর যে কোনও তুষারপাত বেশিদিন স্থায়ী হয় না।