০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ল্যান্ডফল কি ওড়িশায়, কি বলছে মৌসম ভবন ! রাজ্যের ৭ উপকূলবর্তী জেলাকে সতর্ক করল প্রশাসন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 62

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। শনিবার নিম্নচাপে পরিণত হয়ে রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে তৈরি হবে। ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে আতঙ্ক বাড়িয়ে তুলছে ঘূর্ণিঝড় সিত্রাং।

আইএমডি ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, এখনও পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ওড়িশায় হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার ২২ অক্টোবর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করবে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

সোমবার, ২৪ অক্টোবর নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে আরও তীব্র হওয়ার আগে নিম্নচাপটি আরও ঘনীভূত হবে। এটি আগামী ২৫ অক্টোবর ওড়িশা উপকূল ঘেঁষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তবে আইডি ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

এদিকে ওড়িশা প্রশাসনের তরফে সাতটি উপকূলবর্তী জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, ভদ্রক, কেন্দ্রপাড়া ও বালাসোর। আইএমডি’র তরফ থেকে মৎস্যজীবীদের।২০১৮ সালের পর এই প্রথম অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে।সিত্রাং ঘূর্ণিঝড় নামটি থাইল্যান্ডের দেওয়া। এই বছরে অশনি’র পর এটি হল দ্বিতীয় ঘূর্ণিঝড়। অশনি বঙ্গোপসাগরে মে মাসের প্রথমের দিকে ঘনীভূত হয়েছিল।

আরও পড়ুন: যুবতীকে ত্রিশ টুকরো করে কেটে খুন ওড়িশায়

ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী প্রমিলা মল্লিক বলেছেন যে সমস্ত জেলা এবং উপকূলীয় অঞ্চল কর্তৃপক্ষকে যে কোনও ঘটনা মোকাবিলা করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। প্রমিলা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় দমকল বিভাগ, ওড়িশা বিপর্যয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স, রাজ্য বিপর্যয় মোকাবিলাকে সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবনের অপেক্ষাকৃত নীচু এলাকা, উপকূলবর্তী থেকে মানুষকে নিরাপদে সরানো হচ্ছে। এসপি এবং জরুরি বিভাগের কর্মীদের বাতিল করেছে নবান্ন। কলকাতা পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা দলকে কলকাতা পুর কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে একযোগে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ল্যান্ডফল কি ওড়িশায়, কি বলছে মৌসম ভবন ! রাজ্যের ৭ উপকূলবর্তী জেলাকে সতর্ক করল প্রশাসন

আপডেট : ২১ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। শনিবার নিম্নচাপে পরিণত হয়ে রবিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে তৈরি হবে। ঘনীভূত নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে আতঙ্ক বাড়িয়ে তুলছে ঘূর্ণিঝড় সিত্রাং।

আইএমডি ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, এখনও পর্যন্ত রিপোর্ট অনুযায়ী ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল ওড়িশায় হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার ২২ অক্টোবর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে সরতে শুরু করবে।

আরও পড়ুন: অবশেষে মুক্তি পেলেন ওড়িশায় আটক ৫০ জন বাঙালি পরিযায়ী শ্রমিক

সোমবার, ২৪ অক্টোবর নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে আরও তীব্র হওয়ার আগে নিম্নচাপটি আরও ঘনীভূত হবে। এটি আগামী ২৫ অক্টোবর ওড়িশা উপকূল ঘেঁষে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। তবে আইডি ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এখনও পর্যন্ত ওড়িশা উপকূলে আছড়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

এদিকে ওড়িশা প্রশাসনের তরফে সাতটি উপকূলবর্তী জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে গঞ্জাম, পুরী, খুরদা, জগৎসিংহপুর, ভদ্রক, কেন্দ্রপাড়া ও বালাসোর। আইএমডি’র তরফ থেকে মৎস্যজীবীদের।২০১৮ সালের পর এই প্রথম অক্টোবর মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে।সিত্রাং ঘূর্ণিঝড় নামটি থাইল্যান্ডের দেওয়া। এই বছরে অশনি’র পর এটি হল দ্বিতীয় ঘূর্ণিঝড়। অশনি বঙ্গোপসাগরে মে মাসের প্রথমের দিকে ঘনীভূত হয়েছিল।

আরও পড়ুন: যুবতীকে ত্রিশ টুকরো করে কেটে খুন ওড়িশায়

ওড়িশার রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী প্রমিলা মল্লিক বলেছেন যে সমস্ত জেলা এবং উপকূলীয় অঞ্চল কর্তৃপক্ষকে যে কোনও ঘটনা মোকাবিলা করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। প্রমিলা জানিয়েছেন, দুর্যোগ মোকাবিলায় দমকল বিভাগ, ওড়িশা বিপর্যয় র‍্যাপিড অ্যাকশন ফোর্স, রাজ্য বিপর্যয় মোকাবিলাকে সতর্ক থাকতে বলা হয়েছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবনের অপেক্ষাকৃত নীচু এলাকা, উপকূলবর্তী থেকে মানুষকে নিরাপদে সরানো হচ্ছে। এসপি এবং জরুরি বিভাগের কর্মীদের বাতিল করেছে নবান্ন। কলকাতা পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা দলকে কলকাতা পুর কর্পোরেশনের আধিকারিকদের সঙ্গে একযোগে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।