২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আইএসএল স্থগিত! সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট ছেত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
  • / 203

মারুফা খাতুন: “সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল’। বাঙালি তথা ভারতের  সর্বশ্রেষ্ঠ খেলা হল ফুটবল। কিন্তু সেই ফুটবলের-ই ভবিষ্যৎ যদি অন্ধকারে থাকে তাহলে তার উপায় কি? আসন্ন ২০২৫-২৬ আইএসএল মরসুম স্থগিত থাকায় ভারতীয় ফুটবলের সকলেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আর তার কারণ বশত জানা গেছে এফএসডিএল এবং এআইএফএফ এর অন্তর্বর্তী মাস্টার্স রাইটস চুক্তির পুনর্নবীকরণ না হওয়া।

 

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আর এই নিয়ে ভারতীয় ফুটবলার এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, ভারতীয় ফুটবল এখন যে অবস্থায় রয়েছে তা সত্যই  উদ্বেগজনক। শুধুমাত্র নিজের  ক্লাবের সদস্যরাই নয়, অন্যান্য ক্লাব থেকেও অজস্র মেসেজ আমি পেয়েছি। তিনি আরও জানিয়েছেন,  ভারতীয় ফুটবলের সঙ্গেই যারা  জড়িত তাঁরা প্রত্যেকেই এখন  চিন্তিত, আহত ও ভীত।

আরও পড়ুন: কেরলে ফালাকাটার বাঙালি পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার

 

আরও পড়ুন: আইএসএল জট কাটাতে ফেডারেশনকে চিঠি ক্লাবগুলির

এছাড়াও ছেত্রী আরও জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে পাক-মরসুম শুরু করা নিয়ে বিলম্বের কথা জানানো হয়েছি্ল। তখন আমি ছুটিতে ছিলাম। শরীর পরিচর্জাও করা হয়নি সেইভাবে। তবে এখন মনে হচ্ছে খেলাটা যদি শুরু হয়ে যায়, তাহলে আমার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ পুরোনো উদ্যমে ফিরে যাওয়া বিষয়টা সময়সাপেক্ষ। অল্প সময়ে তা ফিরে পাওয়া মুশকিলই বটে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইএসএল স্থগিত! সোশ্যাল সাইটে আবেগঘন পোস্ট ছেত্রীর

আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার

মারুফা খাতুন: “সব খেলার সেরা তুমি বাঙালির ফুটবল’। বাঙালি তথা ভারতের  সর্বশ্রেষ্ঠ খেলা হল ফুটবল। কিন্তু সেই ফুটবলের-ই ভবিষ্যৎ যদি অন্ধকারে থাকে তাহলে তার উপায় কি? আসন্ন ২০২৫-২৬ আইএসএল মরসুম স্থগিত থাকায় ভারতীয় ফুটবলের সকলেই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আর তার কারণ বশত জানা গেছে এফএসডিএল এবং এআইএফএফ এর অন্তর্বর্তী মাস্টার্স রাইটস চুক্তির পুনর্নবীকরণ না হওয়া।

 

আরও পড়ুন: ভিন রাজ্য নয়, এই রাজ্যেই বাঙালি বলে কারখানা থেকে বের করে দিল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আর এই নিয়ে ভারতীয় ফুটবলার এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, ভারতীয় ফুটবল এখন যে অবস্থায় রয়েছে তা সত্যই  উদ্বেগজনক। শুধুমাত্র নিজের  ক্লাবের সদস্যরাই নয়, অন্যান্য ক্লাব থেকেও অজস্র মেসেজ আমি পেয়েছি। তিনি আরও জানিয়েছেন,  ভারতীয় ফুটবলের সঙ্গেই যারা  জড়িত তাঁরা প্রত্যেকেই এখন  চিন্তিত, আহত ও ভীত।

আরও পড়ুন: কেরলে ফালাকাটার বাঙালি পরিযায়ী শ্রমিকের পচাগলা দেহ উদ্ধার

 

আরও পড়ুন: আইএসএল জট কাটাতে ফেডারেশনকে চিঠি ক্লাবগুলির

এছাড়াও ছেত্রী আরও জানিয়েছেন, কয়েক সপ্তাহ আগে পাক-মরসুম শুরু করা নিয়ে বিলম্বের কথা জানানো হয়েছি্ল। তখন আমি ছুটিতে ছিলাম। শরীর পরিচর্জাও করা হয়নি সেইভাবে। তবে এখন মনে হচ্ছে খেলাটা যদি শুরু হয়ে যায়, তাহলে আমার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ পুরোনো উদ্যমে ফিরে যাওয়া বিষয়টা সময়সাপেক্ষ। অল্প সময়ে তা ফিরে পাওয়া মুশকিলই বটে।