২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ইসলামিক জিহাদের

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 109

পুবের কলম ওয়েব ডেস্কঃ যায়নবাদী ইসরাইলের আগ্রাসন রুখতে ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য  অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ  আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

বৃহস্পতিবার তিনি গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। নাখালা বলেন, সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের সময় সবগুলো প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে যে জবাব দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে, অভিন্ন শত্রুকে প্রতিহত করতে এবং নির্দিষ্ট লক্ষ্য এগিয়ে যেতে ফিলিস্তিনি জাতি একজোট রয়েছে।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ইসলামি জিহাদ নেতা বলেন, ‘যায়নবাদী শত্রুরা যেন আমাদের মধ্যে বিভেদের বীজ বপণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে, ইসলামি জিহাদ ও হামাসসহ সবগুলো প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি মাতৃভূমিকে যায়নবাদীদের কবল থেকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।’

 

গাজা উপত্যকার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরেও পূর্ণ উদ্যমে প্রতিরোধ আন্দোলন সক্রিয় করার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের নিষ্ক্রিয় ভূমিকার কারণে গোটা পশ্চিম তীর অবৈধ ইহুদি বসতিতে ভরে যাচ্ছে। তিনি যেকোনও মূল্যে দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক ইসলামিক জিহাদের

আপডেট : ২৬ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ যায়নবাদী ইসরাইলের আগ্রাসন রুখতে ও ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার লক্ষ্য  অর্জনের ক্ষেত্রে সবগুলো প্রতিরোধ সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ  আন্দোলনের নেতা জিয়াদ আন-নাখালা।

 

আরও পড়ুন: গাজায় ফের ইসরায়েলি হামলায় নিহত ৪১, মোট প্রাণহানি ৫৮ হাজার ৬৬০ ছাড়াল

বৃহস্পতিবার তিনি গাজা উপত্যকায় ফিলিস্তিন জাতীয় ঐক্য সম্মেলনে ভাষণ দিতে গিয়ে একথা বলেন। নাখালা বলেন, সম্প্রতি গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের সময় সবগুলো প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধভাবে যে জবাব দিয়েছে তাতে প্রমাণিত হয়েছে, অভিন্ন শত্রুকে প্রতিহত করতে এবং নির্দিষ্ট লক্ষ্য এগিয়ে যেতে ফিলিস্তিনি জাতি একজোট রয়েছে।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

 

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ইসলামি জিহাদ নেতা বলেন, ‘যায়নবাদী শত্রুরা যেন আমাদের মধ্যে বিভেদের বীজ বপণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না যে, ইসলামি জিহাদ ও হামাসসহ সবগুলো প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনি মাতৃভূমিকে যায়নবাদীদের কবল থেকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।’

 

গাজা উপত্যকার পাশাপাশি জর্ডান নদীর পশ্চিম তীরেও পূর্ণ উদ্যমে প্রতিরোধ আন্দোলন সক্রিয় করার আহ্বান জানান জিয়াদ আন-নাখালা। তিনি বলেন, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের নিষ্ক্রিয় ভূমিকার কারণে গোটা পশ্চিম তীর অবৈধ ইহুদি বসতিতে ভরে যাচ্ছে। তিনি যেকোনও মূল্যে দখলদার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিন মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।