অসন্তোষ ও হতাশায় দেশ ছাড়ছে রেকর্ড সংখ্যক ইসরায়েলি
- আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 136
ইসরায়েলের রাজনৈতিক অস্থিরতা, নেতানিয়াহু সরকারের নীতিগত বিতর্ক এবং গাজা যুদ্ধের প্রভাবে দেশ ছাড়ছেন রেকর্ড সংখ্যক ইসরায়েলি নাগরিক। দুই বছর আগে রাজনীতিতে হতাশ হয়ে বিক্ষোভে যোগ দেওয়া আভ্রাহাম বিনেনফেল্ড হামাসের ২০২৩ সালের আক্রমণের পর সেনাবাহিনীর সংরক্ষিত বাহিনীতে যোগ দিলেও, এখন আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার মতে, “সব দুর্ভোগই সহ্য করতাম, যদি বিশ্বাস করতাম দেশ সঠিক পথে যাচ্ছে।”
সরকারের প্রতি গভীর হতাশা থেকে গত দুই বছরে হাজার হাজার ইসরায়েলি দেশত্যাগ করেছেন। আনুমানিক ২ লাখ ইসরায়েলি বর্তমানে ইউরোপে বাস করেন। শুধু ২০২৪ সালেই ৮০ হাজারের বেশি নাগরিক বিদেশে স্থায়ী হয়েছেন, এবং এ বছরও একই প্রবণতা অব্যাহত থাকবে বলে ধারণা।
সমাজবিজ্ঞানীদের মতে, দেশ ছাড়ার এই ঢেউ মূলত উচ্চশিক্ষিত, উচ্চ-আয়কারী, ধর্মনিরপেক্ষ ও বামপন্থী জনগোষ্ঠীর মধ্যে বেশি। যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের অর্থনীতি, সামাজিক কাঠামো এবং রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
ইসরায়েলিদের বিদেশে স্থায়ী হতে সহায়তাকারী সংস্থা Settle.In জানায়, গাজা যুদ্ধের পর জরুরি ভিত্তিতে সাহায্যের অনুরোধ বেড়ে গেছে। অনেকেই জানাচ্ছেন—তারা অন্তত আগামী জাতীয় নির্বাচনের ফলাফল দেখে সিদ্ধান্ত নেবেন, দেশে ফিরবেন নাকি নতুন জায়গায় স্থায়ী হবেন।



























