১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলকে সামরিক ড্রোন পাঠাল ভারত, হামাসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই ড্রোন

সামিমা এহসানা
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 50

পুবের কলম ওয়েব ডেস্ক: হামাসের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে যে ঘাতক সামরিক ড্রোন ব্যবহার করত ইসরাইল, তা এবার ভারতের কাছ থেকেই পেল ইসরাইল। ইন্টারন্যাশনাল ডিফেন্স বিজনেস মিডিয়া, ‘শেফার্ড মিডিয়া’র মতে, এখনও পর্যন্ত এধরণের ২০ টিরও বেশি ড্রোন ইসরাইলের হাতে তুলে দিয়েছে ভারত। এধরণের সামরিক ড্রোন আগে শুধুমাত্র ইসরাইলের মাটিতেই তৈরি হত। এই প্রথম সেটা তৈরি হল ভারতে। হায়দরাবাদে তৈরি করা হয়েছে এগুলি। তৈরি করেছে আদানির কোম্পানি। এই ড্রোনগুলিকে বলা হয় ইউএভি।

ইসরাইল বর্তমানে ফিলিস্তিনের বিরুদ্ধে এই ড্রোনগুলিই ব্যবহার করছে। হায়দরাবাদের আদানি-এলবিট অ্যাডভান্সড সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড এগুলি তৈরি করেছে। ভারতের আদানি ডিফেন্স এন্ড অ্যারোস্পেস ও ইসরাইলের এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান। সামরিক ড্রোনগুলি আকাশ থেকে স্থল ও জলভাগের লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। একটানা ৩৬ ঘন্টা কাজ করতে পারে এই ঘাতক যন্ত্র। এর আগে ভারত ইসরাইলের কাছ থেকে হার্মিস ৯০০ নামের ড্রোন কিনেছিল। ভারতের উত্তর সীমান্তে নজরদারির জন্যে কেনা হয়েছিল সেগুলি।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

২০১৮ সালের ১৪ ডিসেম্বর আদানি এলবিট আনম্যানড এরিয়াল ভেহিকেলস কমপ্লেক্স এর উদ্বোধন হয়েছিল হায়দরাবাদে। হায়দরাবাদে আদানি–ইসরাইলের এই যৌথ সংস্থায় সামরিক ড্রোনগুলিতে সেন্সর লাগানো ও বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করা হচ্ছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ভারত–ইসরাইলকে ড্রোন পাঠিয়েছে এই খবর নিয়ে খুব বেশি মাতামাতি করেনি ভারতীয় সংবাদমাধ্যম। কারণ ইসরাইল এই ড্রোন ব্যবহার করবে নীরিহ ফিলিস্তিনিদের জান কাড়তে। এই ঘটনা আরও একবার খুলে দিল কেন্দ্র সরকারের মুখোশ। একদিকে ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দা জানাচ্ছে ভারত। আর এক দিকে তাদেরকে খতম করার জন্য সামরিক ড্রোন সাপ্লাই দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রিয় গৌতম আদানির কোম্পানি।

আরও পড়ুন: ইসরাইলের উসকানিমূলক আচরণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি: মিশরের প্রেসিডেন্ট সিসি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলকে সামরিক ড্রোন পাঠাল ভারত, হামাসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই ড্রোন

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: হামাসের বিরুদ্ধে ২০১৪ সাল থেকে যে ঘাতক সামরিক ড্রোন ব্যবহার করত ইসরাইল, তা এবার ভারতের কাছ থেকেই পেল ইসরাইল। ইন্টারন্যাশনাল ডিফেন্স বিজনেস মিডিয়া, ‘শেফার্ড মিডিয়া’র মতে, এখনও পর্যন্ত এধরণের ২০ টিরও বেশি ড্রোন ইসরাইলের হাতে তুলে দিয়েছে ভারত। এধরণের সামরিক ড্রোন আগে শুধুমাত্র ইসরাইলের মাটিতেই তৈরি হত। এই প্রথম সেটা তৈরি হল ভারতে। হায়দরাবাদে তৈরি করা হয়েছে এগুলি। তৈরি করেছে আদানির কোম্পানি। এই ড্রোনগুলিকে বলা হয় ইউএভি।

ইসরাইল বর্তমানে ফিলিস্তিনের বিরুদ্ধে এই ড্রোনগুলিই ব্যবহার করছে। হায়দরাবাদের আদানি-এলবিট অ্যাডভান্সড সিস্টেমস ইন্ডিয়া লিমিটেড এগুলি তৈরি করেছে। ভারতের আদানি ডিফেন্স এন্ড অ্যারোস্পেস ও ইসরাইলের এলবিট সিস্টেমের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান। সামরিক ড্রোনগুলি আকাশ থেকে স্থল ও জলভাগের লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। একটানা ৩৬ ঘন্টা কাজ করতে পারে এই ঘাতক যন্ত্র। এর আগে ভারত ইসরাইলের কাছ থেকে হার্মিস ৯০০ নামের ড্রোন কিনেছিল। ভারতের উত্তর সীমান্তে নজরদারির জন্যে কেনা হয়েছিল সেগুলি।

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

২০১৮ সালের ১৪ ডিসেম্বর আদানি এলবিট আনম্যানড এরিয়াল ভেহিকেলস কমপ্লেক্স এর উদ্বোধন হয়েছিল হায়দরাবাদে। হায়দরাবাদে আদানি–ইসরাইলের এই যৌথ সংস্থায় সামরিক ড্রোনগুলিতে সেন্সর লাগানো ও বিভিন্ন যন্ত্রাংশ একত্রিত করা হচ্ছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

ভারত–ইসরাইলকে ড্রোন পাঠিয়েছে এই খবর নিয়ে খুব বেশি মাতামাতি করেনি ভারতীয় সংবাদমাধ্যম। কারণ ইসরাইল এই ড্রোন ব্যবহার করবে নীরিহ ফিলিস্তিনিদের জান কাড়তে। এই ঘটনা আরও একবার খুলে দিল কেন্দ্র সরকারের মুখোশ। একদিকে ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দা জানাচ্ছে ভারত। আর এক দিকে তাদেরকে খতম করার জন্য সামরিক ড্রোন সাপ্লাই দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রিয় গৌতম আদানির কোম্পানি।

আরও পড়ুন: ইসরাইলের উসকানিমূলক আচরণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি: মিশরের প্রেসিডেন্ট সিসি