০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার ভোরে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে গাজার কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের তথ্য জানা যায়নি। ইসরাইলি সেনা বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে, গাজায় হামাসের স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওই এলাকা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সেনার। গাজা থেকে এক সাংবাদিক জানান, শনিবার ভোরবেলায় হঠাৎ করেই সাইরেন বেজে উঠে। বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র আঘাত হানে গাজায়। ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকায় হামাসের সামরিক স্থাপনা থাকার কথা বললেও এলাকাটি আসলে কৃষি নির্ভর। পুরো এলাকাটিই কৃষিজমির। উল্লেখ্য, রকেট নিক্ষেপের অভিযোগ তুলে ইসরাইলি সেনারা প্রায়ই গাজায় হামলা চালিয়ে থাকে। গত বছরের মে মাসে টানা ১১ দিনের ইসরাইলি সেনা অভিযানে গাজায় ২৫৩ জন নিহত হয়। এরমধ্যে ৬৬ শিশু ছিল। অন্যদিকে হামাসের রকেটে ইসরাইলে অন্তত ১২ জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইসরাইল সফর করেন। ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে বৈঠকের বাইরে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাত করেন। ইসরাইল-ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে মত দিয়ে বাইডেন বলেন, ‘ফিলিস্তিনি জনগণ নিজস্ব একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দাবিদার।’ যদিও দুই পক্ষের শান্তিপ্রক্রিয়া শুরু করার উদ্যোগ সম্পর্কে কিছু বলেননি তিনি।

 

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

 

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি

আরও পড়ুন: গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরাইলি সেনা নিহত, মৃতের সংখ্যা ৮৮২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের

আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার ভোরে ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে গাজার কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের তথ্য জানা যায়নি। ইসরাইলি সেনা বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে, গাজায় হামাসের স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওই এলাকা থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সেনার। গাজা থেকে এক সাংবাদিক জানান, শনিবার ভোরবেলায় হঠাৎ করেই সাইরেন বেজে উঠে। বেশ কয়েক দফা ক্ষেপণাস্ত্র আঘাত হানে গাজায়। ইসরাইলি সেনাবাহিনী ওই এলাকায় হামাসের সামরিক স্থাপনা থাকার কথা বললেও এলাকাটি আসলে কৃষি নির্ভর। পুরো এলাকাটিই কৃষিজমির। উল্লেখ্য, রকেট নিক্ষেপের অভিযোগ তুলে ইসরাইলি সেনারা প্রায়ই গাজায় হামলা চালিয়ে থাকে। গত বছরের মে মাসে টানা ১১ দিনের ইসরাইলি সেনা অভিযানে গাজায় ২৫৩ জন নিহত হয়। এরমধ্যে ৬৬ শিশু ছিল। অন্যদিকে হামাসের রকেটে ইসরাইলে অন্তত ১২ জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইসরাইল সফর করেন। ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের সঙ্গে বৈঠকের বাইরে তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও সাক্ষাত করেন। ইসরাইল-ফিলিস্তিনি দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে মত দিয়ে বাইডেন বলেন, ‘ফিলিস্তিনি জনগণ নিজস্ব একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দাবিদার।’ যদিও দুই পক্ষের শান্তিপ্রক্রিয়া শুরু করার উদ্যোগ সম্পর্কে কিছু বলেননি তিনি।

 

আরও পড়ুন: গাজায় খাদ্য সহায়তা কেন্দ্রেই মৃত্যুর মিছিল, নিহত ৭৪৩ ফিলিস্তিনি

 

আরও পড়ুন: হয়তো সম্মানজনক চুক্তি, না হয় মুক্তির যুদ্ধ: হামাস কমান্ডার হাদ্দাদের হুঁশিয়ারি

আরও পড়ুন: গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরাইলি সেনা নিহত, মৃতের সংখ্যা ৮৮২