০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ ইসরোর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার
  • / 13

পুবের কলম, ওয়েবডেস্ক:অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। নেক্সট জেনারেশন নেভিগেশনাল স্যাটেলাইটটি রিয়েল টাইম পজিশনিং ও সময় সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। ভারতীয় নক্ষত্রের নেভিগেশনের জন্য স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে ইসরোর, যা অনেকটা জিপিএসের মতোই কাজ করে।

 

উৎক্ষেপণের ২০ মিনিটের একটু কম সময়ে রকেটটি সফলভাবে স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে।ভারত ও তার আশেপাশের ১৫০০ কিলোমিটার অঞ্চলের সঠিক ও রিয়েল টাইম নেভিগেশন করবে স্যাটেলাইট। মিশনটি সম্পূর্ণ করতে ১৯ মিনিট সময় লেগেছে। তার পরে ইসরো জানায়, এই মিশন সফল হয়েছে।  সকলকে শুভেচ্ছা জানিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘একটি দ্বিতীয় প্রজন্মের উপগ্রহ যার অতিরিক্ত ক্ষমতা রয়েছে। সিগন্যালগুলো আরও নিরাপদ হবে, সিভিলিয়ান ফ্রিকোয়েন্সি ব্যান্ড চালু করা হয়েছে। এই পাঁচটি উপগ্রহের মধ্যে এটি ছিল একটি। সোমবারের মিশনটি দেশীয় ক্রায়োজেনিক পর্যায়ে জিএসএলভির ষষ্ঠ অপারেশনাল ফ্লাইট’।  এই উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল রবিবার সকাল ৭টা ১২ মিনিট থেকেই। অবশেষে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে সোমবার সকাল ১০.৪২ মিনিটে রকেটের পিঠে চাপিয়ে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। ২ হাজার ২৩২ কেজি ওজনের এনভিএস০১ কৃত্রিম  উপগ্রহটি উৎক্ষেপণের উদ্দেশ্যে জিএসএলভিএফ ১২ রকেটের ব্যবহার করা হয়।

 

 

দ্বিতীয় প্রজন্মেরন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেললেশন সিরিজেরএটি প্রথম কৃত্রিম উপগ্রহ।ইসরো জানিয়েছে, পেলোডটি স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, আহমদাবাদ দ্বারা তৈরি একটি দেশীয়ভাবে তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি বহন করছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা শুধুমাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে।”   পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এপ্রিল মাসে দুটি সিঙ্গাপুরের স্যাটেলাইট এবং ৭টি ভারতীয় পিএসএলভি উৎক্ষেপণ হয়। এটি এক মাসের মধ্যে ভারতীয় মহাকাশ সংস্থা থেকে দ্বিতীয় উৎক্ষেপণ এবং বছরের পঞ্চম উৎক্ষেপণ।

ইসরো ইতিমধ্যেই অনুরূপ নেভিগেশন স্যাটেলাইটগুলি চালু করেছে। সেগুলি হল আইআরএনএসএস-১এ, আইআরএনএসএস-১বি, আইআরএনএসএস-১সি, আইআরএনএসএস-১ডি, আইআরএনএসএস-১ই, আইআরএনএসএস-১এফ, আইআরএনএসএস-১জি, আইআরএনএসএস-১ এইচ এবং আইআরএনএসএস-১আই।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ ইসরোর

আপডেট : ২৯ মে ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে জিএসএলভি রকেটের সফল উৎক্ষেপণ করল ইসরো। নেক্সট জেনারেশন নেভিগেশনাল স্যাটেলাইটটি রিয়েল টাইম পজিশনিং ও সময় সংক্রান্ত তথ্য সরবরাহ করবে। ভারতীয় নক্ষত্রের নেভিগেশনের জন্য স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম রয়েছে ইসরোর, যা অনেকটা জিপিএসের মতোই কাজ করে।

 

উৎক্ষেপণের ২০ মিনিটের একটু কম সময়ে রকেটটি সফলভাবে স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে ২৫১ কিলোমিটার উচ্চতায় জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করে।ভারত ও তার আশেপাশের ১৫০০ কিলোমিটার অঞ্চলের সঠিক ও রিয়েল টাইম নেভিগেশন করবে স্যাটেলাইট। মিশনটি সম্পূর্ণ করতে ১৯ মিনিট সময় লেগেছে। তার পরে ইসরো জানায়, এই মিশন সফল হয়েছে।  সকলকে শুভেচ্ছা জানিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘একটি দ্বিতীয় প্রজন্মের উপগ্রহ যার অতিরিক্ত ক্ষমতা রয়েছে। সিগন্যালগুলো আরও নিরাপদ হবে, সিভিলিয়ান ফ্রিকোয়েন্সি ব্যান্ড চালু করা হয়েছে। এই পাঁচটি উপগ্রহের মধ্যে এটি ছিল একটি। সোমবারের মিশনটি দেশীয় ক্রায়োজেনিক পর্যায়ে জিএসএলভির ষষ্ঠ অপারেশনাল ফ্লাইট’।  এই উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল রবিবার সকাল ৭টা ১২ মিনিট থেকেই। অবশেষে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে সোমবার সকাল ১০.৪২ মিনিটে রকেটের পিঠে চাপিয়ে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। ২ হাজার ২৩২ কেজি ওজনের এনভিএস০১ কৃত্রিম  উপগ্রহটি উৎক্ষেপণের উদ্দেশ্যে জিএসএলভিএফ ১২ রকেটের ব্যবহার করা হয়।

 

 

দ্বিতীয় প্রজন্মেরন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেললেশন সিরিজেরএটি প্রথম কৃত্রিম উপগ্রহ।ইসরো জানিয়েছে, পেলোডটি স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার, আহমদাবাদ দ্বারা তৈরি একটি দেশীয়ভাবে তৈরি রুবিডিয়াম পারমাণবিক ঘড়ি বহন করছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি যা শুধুমাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে।”   পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এপ্রিল মাসে দুটি সিঙ্গাপুরের স্যাটেলাইট এবং ৭টি ভারতীয় পিএসএলভি উৎক্ষেপণ হয়। এটি এক মাসের মধ্যে ভারতীয় মহাকাশ সংস্থা থেকে দ্বিতীয় উৎক্ষেপণ এবং বছরের পঞ্চম উৎক্ষেপণ।

ইসরো ইতিমধ্যেই অনুরূপ নেভিগেশন স্যাটেলাইটগুলি চালু করেছে। সেগুলি হল আইআরএনএসএস-১এ, আইআরএনএসএস-১বি, আইআরএনএসএস-১সি, আইআরএনএসএস-১ডি, আইআরএনএসএস-১ই, আইআরএনএসএস-১এফ, আইআরএনএসএস-১জি, আইআরএনএসএস-১ এইচ এবং আইআরএনএসএস-১আই।