২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

মারুফা খাতুন
  • আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 235

পুবের কলম প্রতিবেদক : এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক  (এনআইআরএফ )। আর সেখানে সেরার সেরা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট কলেজের তালিকায় বাংলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিয়ের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট-এ মুখ্যমন্ত্রী লেখেন,  ‘আমাদের উৎকর্ষ ফের একবার স্বীকৃত। আনন্দের সাথে জানাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃত হল’। বৃহস্পতিবার দিল্লিতে প্রকাশিত এনআইআরএফ র‌্যাঙ্কিং-এর দশম সংস্করণ অনুযায়ী, দেশের সেরা প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নবম স্থানে এবং সার্বিক ভাবে সেরা প্রথম ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওভার অল র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে পঞ্চম স্থানে আইআইটি খড়গপুর। রিসার্চ সংস্থার তালিকায় পাঁচ নম্বরে আইআইটি খড়গপুর। ম্যানেজমেন্ট কলেজ তালিকায় সপ্তম স্থানে আইআইএম ক্যালকাটা। সেরা কলেজের তালিকায় ষষ্ঠ স্থানে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ অষ্টম স্থানে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তিন ও চারে আইআইটি খড়গপুর ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। সেরা আইন কলেজের তালিকায় চার নম্বরে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস ।

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনআইআরএফ র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাদবপুর, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক : এনআইআরএফ র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক  (এনআইআরএফ )। আর সেখানে সেরার সেরা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট কলেজের তালিকায় বাংলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিয়ের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট-এ মুখ্যমন্ত্রী লেখেন,  ‘আমাদের উৎকর্ষ ফের একবার স্বীকৃত। আনন্দের সাথে জানাচ্ছি যে শিক্ষাক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব আবারও স্বীকৃত হল’। বৃহস্পতিবার দিল্লিতে প্রকাশিত এনআইআরএফ র‌্যাঙ্কিং-এর দশম সংস্করণ অনুযায়ী, দেশের সেরা প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় নবম স্থানে এবং সার্বিক ভাবে সেরা প্রথম ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯ নম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওভার অল র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি খড়গপুর। ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে পঞ্চম স্থানে আইআইটি খড়গপুর। রিসার্চ সংস্থার তালিকায় পাঁচ নম্বরে আইআইটি খড়গপুর। ম্যানেজমেন্ট কলেজ তালিকায় সপ্তম স্থানে আইআইএম ক্যালকাটা। সেরা কলেজের তালিকায় ষষ্ঠ স্থানে কলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ অষ্টম স্থানে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হস্টেল বন্ধ রাখতে হবে: calcutta high court

আর্কিটেকচার ও প্ল্যানিং বিভাগে তিন ও চারে আইআইটি খড়গপুর ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। সেরা আইন কলেজের তালিকায় চার নম্বরে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অব জুরিডিক্যাল সায়েন্সেস ।

আরও পড়ুন: Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু!