ফারাক্কায় শুরু জামাআতে ইসলামী হিন্দের তিন দিনের সারা বাংলা আরকান ইজতেমা
- আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, শনিবার
- / 155
মুর্শিদাবাদের ফারাক্কায় জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য শাখার উদ্যোগে শুরু হয়েছে তিন দিনের সারা বাংলা আরকান ইজতেমা। শুক্রবার সাইয়েদ নুরুল হাসান কলেজে অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন আমীর এ জামাআত সাইয়েদ সাদাতুল্লাহ হোসাইনী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক সেলিম ইঞ্জিনিয়ার, সাধারণ সম্পাদক টি আরিফ আলী, কেন্দ্রীয় সম্পাদক আব্দুর রফিক, আমীর এ হালকা তথা মীযান পত্রিকার সম্পাদক ডা. মসিহুর রহমান, সেক্রেটারি হালকা মশিউর রহমান সহ প্রাক্তন রাজ্য সভাপতি ডা. রইসুদ্দিন সাহেব ও মুহাম্মদ নুরুদ্দিন শাহ।
কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ডা. মসিহুর রহমান সদস্যদের নৈতিক উৎকর্ষ, আত্মসমালোচনা ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, “মুসলমানদের দায়িত্ব হলো অমুসলিম সমাজের সঙ্গে সেতুবন্ধন গড়ে তোলা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন।”
শনিবার বিকেল পৌনে চারটায় অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ, যেখানে জামাআতের কেন্দ্রীয় ও রাজ্য দায়িত্বশীলগণ উপস্থিত থাকবেন।



























