০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে ঈদুল আযহায় পশু কুরবানিতে নিষেধাজ্ঞা

সুস্মিতা
  • আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরে প্রশাসন ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশুসহ বিভিন্ন পশুর কুরবানি নিষিদ্ধ করেছে। কেউ যদি এটি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, ‘গবাদিপশু, উট বা অন্য পশুদের অবৈধ হত্যা বা কুরবানি বন্ধ করা উচিত।’ পশুদের কল্যাণে তৈরি আইনের বিষয়টি উল্লেখ করে প্রশাসন এটি নিষিদ্ধ করেছে। তবে প্রশাসন কর্তৃক পশু কুরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বা এই আদেশ কেবল গরু এবং আরও কিছু পশুর জন্য দেওয়া হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
ভারতের অনেক রাজ্যে গরু জবাইয়ের উপরে নিষেধাজ্ঞা রয়েছে এবং এ জন্য শাস্তির বিধান রয়েছে। জম্মু-কাশ্মীরে গরু জবাই নিষিদ্ধ। ঈদুল আযহা উপলক্ষে মুসলিমদের মধ্যে ছাগল বা নির্দিষ্ট অন্য কোনও চতুষ্পদ প্রাণীর কুরবানি দেওয়ার বিধান রয়েছে। কুরবানি করা পশুর মাংস পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।
জম্মু-কাশ্মীরে সাধারণত ছাগলের পাশাপাশি ভেড়া কুরবানি দেওয়া হয়। জম্মু-কাশ্মীরে ডোগরা শাসকদের যুগে গরু হত্যার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল।এদিকে, সরকারের দেওয়া নয়া আদেশ সম্পর্কে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরের কোনও সংগঠনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু-কাশ্মীরে ঈদুল আযহায় পশু কুরবানিতে নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ জুলাই ২০২১, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জম্মু-কাশ্মীরে প্রশাসন ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশুসহ বিভিন্ন পশুর কুরবানি নিষিদ্ধ করেছে। কেউ যদি এটি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার প্রশাসনের জারি করা আদেশে বলা হয়েছে, ‘গবাদিপশু, উট বা অন্য পশুদের অবৈধ হত্যা বা কুরবানি বন্ধ করা উচিত।’ পশুদের কল্যাণে তৈরি আইনের বিষয়টি উল্লেখ করে প্রশাসন এটি নিষিদ্ধ করেছে। তবে প্রশাসন কর্তৃক পশু কুরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বা এই আদেশ কেবল গরু এবং আরও কিছু পশুর জন্য দেওয়া হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
ভারতের অনেক রাজ্যে গরু জবাইয়ের উপরে নিষেধাজ্ঞা রয়েছে এবং এ জন্য শাস্তির বিধান রয়েছে। জম্মু-কাশ্মীরে গরু জবাই নিষিদ্ধ। ঈদুল আযহা উপলক্ষে মুসলিমদের মধ্যে ছাগল বা নির্দিষ্ট অন্য কোনও চতুষ্পদ প্রাণীর কুরবানি দেওয়ার বিধান রয়েছে। কুরবানি করা পশুর মাংস পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।
জম্মু-কাশ্মীরে সাধারণত ছাগলের পাশাপাশি ভেড়া কুরবানি দেওয়া হয়। জম্মু-কাশ্মীরে ডোগরা শাসকদের যুগে গরু হত্যার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যারা এ কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল।এদিকে, সরকারের দেওয়া নয়া আদেশ সম্পর্কে এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরের কোনও সংগঠনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।