মমতাকে ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা

- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 194
পুবের কলম, ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পহেলগাঁও হামলা এবং যুদ্ধ পরিস্থিতিতে বিধ্বস্ত কাশ্মীরে প্রতিনিধিদল পাঠানোর জন্য ধন্যবাদ জানান। জম্মু-কাশ্মীরের সীমান্তে পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারের কথা তৃণমূলনেত্রী যে ভেবেছেন তাতে আপ্লুত ওমর।
বুধবার, শ্রীনগরে যান তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা। এরপর ওমরের বাসভবনে দীর্ঘ বৈঠক করেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টার বেশি সময়ের দীর্ঘ বৈঠকে ওমর, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং সেখানকার মন্ত্রিসভার চার সদস্য তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা ছিলেন। পুঞ্চ ও রাজৌরির মানুষদের অবস্থা সম্পর্কে বিশদে আলোচনা হয়। সেইসময়েই বাংলার মুখ্যমন্ত্রী যে তাদের কথা ভেবেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
বৈঠকে প্রসঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের সদস্য ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, “ওমরের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে। উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকের নির্যাস আমার দলনেত্রীকে জানিয়েছি।”
বৃহস্পতিবার দুপুরে পুঞ্চের উদ্দেশে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে চার ঘণ্টা সময় অতিবাহিত করবেন বলেই ঠিক হয়েছে। পুঞ্চে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। পুঞ্চে রওনা হওয়ার আগে তৃণমূলের প্রতিনিধিদলের সদস্য মানস ভুঁইয়া বলছেন, “পুঞ্চ ও রাজৌরির মানুষের জীবন সংগ্রামে তাঁদের পাশে থাকার বার্তা দিতে আমরা যাচ্ছি। এখানকার মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কীভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়, সেটা সবার দেখা উচিত।”