০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জোকা-তারাতলা মেট্রো: পরিষেবা শুরুর আগের ফের ট্রায়াল

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 59

পুবের কলম ওয়েব ডেস্ক: পরিষেবা চালুর জন্য মিলেছে   প্রয়োজনীয় ছাড়পত্র। তার পরও ফের ট্রায়াল হচ্ছে জোকা- তারাতলা মেট্রোলাইনে। কেননা, নতুন বছরের শুরুতেই যাত্রীদের বড় উপহার দিতে চলেছে মেট্রোরেল। খুব তাড়াতাড়ি  জোকা থেকে তারাতলা রুটে চালু হবে ট্রেন। এই পরিষেবা চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প বাস্তবরূপ পাবে।

 

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

একটি  সূত্রে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন এই প্রকল্পের। তাই শনিবার মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে এসে জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শন করেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। তিনি জানান, জোকা-তারাতলা রুটে মেট্রো চালু হবে চলতি বছরেই। ডিসেম্বরেই নতুন রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নিউ গড়িয়া থেকে রুবি রুটের কাজও দ্রুত শেষ করার কথা জানান তিনি।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

 

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

সূত্রের খবর, বাণিজ্যিকভাবে ডিসেম্বরের শেষ দিন থেকেই চালু  হতে পারে পরিষেবা। তার জন্য শুরু হয়েছে প্রস্তুতি। জোকা  থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো পৌঁছাবে তারাতলায়।

 

জানা গিয়েছে, অনেক স্টেশনে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর। নন-এসি রেক দিয়ে ট্রায়াল হয়েছিল। এবার এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়।

 

মেট্রো সূত্রে দাবি,  বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি বাঁকের গতি বুঝে নেওয়া হচ্ছে। গত নভেম্বর মাসে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জোকা-তারাতলা মেট্রো: পরিষেবা শুরুর আগের ফের ট্রায়াল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: পরিষেবা চালুর জন্য মিলেছে   প্রয়োজনীয় ছাড়পত্র। তার পরও ফের ট্রায়াল হচ্ছে জোকা- তারাতলা মেট্রোলাইনে। কেননা, নতুন বছরের শুরুতেই যাত্রীদের বড় উপহার দিতে চলেছে মেট্রোরেল। খুব তাড়াতাড়ি  জোকা থেকে তারাতলা রুটে চালু হবে ট্রেন। এই পরিষেবা চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প বাস্তবরূপ পাবে।

 

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

একটি  সূত্রে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করতে পারেন এই প্রকল্পের। তাই শনিবার মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে এসে জোকা থেকে তারাতলা মেট্রো পথ পরিদর্শন করেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। তিনি জানান, জোকা-তারাতলা রুটে মেট্রো চালু হবে চলতি বছরেই। ডিসেম্বরেই নতুন রুটে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। নিউ গড়িয়া থেকে রুবি রুটের কাজও দ্রুত শেষ করার কথা জানান তিনি।

আরও পড়ুন: মেট্রোর কাজে বন্ধ থাকা সার্ভিস রোড খুলল ভিআইপিতে

 

আরও পড়ুন: আগামী মাসেই হাওড়া থেকে সল্টলেক সরাসরি সরাসরি মেট্রো পরিষেবার সম্ভাবনা

সূত্রের খবর, বাণিজ্যিকভাবে ডিসেম্বরের শেষ দিন থেকেই চালু  হতে পারে পরিষেবা। তার জন্য শুরু হয়েছে প্রস্তুতি। জোকা  থেকে ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে মেট্রো পৌঁছাবে তারাতলায়।

 

জানা গিয়েছে, অনেক স্টেশনে এখনও স্মার্টগেট বসানো হয়নি। তাই, প্রাথমিকভাবে পেপার টিকিট দিয়ে চালু হতে পারে পরিষেবা। এই মেট্রো পরিষেবা চালু হলে চাপ কমবে ডায়মন্ড হারবার রোডের উপর। নন-এসি রেক দিয়ে ট্রায়াল হয়েছিল। এবার এসি রেক পাঠানো হয়েছে জোকা ডিপোয়।

 

মেট্রো সূত্রে দাবি,  বর্তমানে এসি রেক চালিয়েও লাইন পরীক্ষা করা হচ্ছে। প্রতিটি বাঁকের গতি বুঝে নেওয়া হচ্ছে। গত নভেম্বর মাসে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা চালুর ছাড়পত্র দিয়েছিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। তিন মাসের মধ্যে পরিষেবা চালু করতে বলা হয়েছিল।