০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রক্তদান করে নজির গড়লেন বিশেষভাবে সক্ষম কামারুল, শেফালীরা 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
  • / 113

পুবের কলম  প্রতিবেদক, বসিরহাট: রক্তদানের মতো মহৎ সেবাযজ্ঞে এগিয়ে এলেন তরুণ প্রজন্মের মেয়েদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম যুবকেরাও। রবিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেলিয়াঘাটা ব্রিজের কাছে দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় রক্তদান উৎসবে একদিকে শামিল হন বছর ২৩এর তরুণী শেফালী । অন্যদিকে দুটি পা’ পোলিও আক্রান্ত  হয়েও বিশেষভাবে সক্ষম যুবক কামারুল ইসলাম অদম্য মনের জোর আর আগ্রহ নিয়ে ক্লাব সদস্যদের কোলে  চড়ে রক্ত দিতে আসেন।  সমাজের জন্য সব কাজ সমানভাবে করতে না পারলেও রক্তদানের মতো একটি মানব সেবার কাজ করতে পেরে গর্বিত সাইফুল, প্রথমবারের রক্তদাতা শেফালীরা।

অশোকনগরের  বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ নারায়ণ  গোস্বামী উদ্যোক্তা ও রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে “মানুষ মানুষের জন্য” গান গেয়ে সকলকে মুগ্ধ করেন।

আরও পড়ুন: ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের উদাহরণ টেনে দফা বাড়ানোতে সওয়াল

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. বেলাল আলি,হাড়োয়ার বিধায়ক  হাজী সেখ নুরুল ইসলাম, বিধায়ক  তাপস চ্যাটার্জি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ  একেএম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির  সভাপতি মফিদুল হক সাহাজী মিন্টু, খাদ্য  কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মিন্টু, সমাজসেবী অরূপ বিশ্বাস, শিক্ষক দেবাশিষ ঘোষ, পেশ ইমাম হাফেজ  মুহাম্মদ  কুতুব উদ্দিন, শিক্ষক  ও সাংবাদিক এনামুল  হক প্রমুখ।

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো

অনুষ্ঠান  সঞ্চালনা করেন ক্লাব সম্পাদক যুবায়ের হাসান সিদ্দিকী ও মইদুল ইসলাম।  এ দিন ছোটদের নিয়ে বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

আরও পড়ুন: রাজ্য মেধাতালিকায় পূর্ব-বর্ধমানের চার সংখ্যালঘু ছাত্র-ছাত্রী, অসাধারণ নজির

 

ছবি: ক্লাব সদস্যদের কোলে  চড়ে রক্ত দিতে আসেন সাইফুল,রয়েছেন সম্পাদক যুবায়ের হাসানসহ ক্লাব কর্তারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্তদান করে নজির গড়লেন বিশেষভাবে সক্ষম কামারুল, শেফালীরা 

আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার

পুবের কলম  প্রতিবেদক, বসিরহাট: রক্তদানের মতো মহৎ সেবাযজ্ঞে এগিয়ে এলেন তরুণ প্রজন্মের মেয়েদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম যুবকেরাও। রবিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বেলিয়াঘাটা ব্রিজের কাছে দোগাছিয়া তাজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় রক্তদান উৎসবে একদিকে শামিল হন বছর ২৩এর তরুণী শেফালী । অন্যদিকে দুটি পা’ পোলিও আক্রান্ত  হয়েও বিশেষভাবে সক্ষম যুবক কামারুল ইসলাম অদম্য মনের জোর আর আগ্রহ নিয়ে ক্লাব সদস্যদের কোলে  চড়ে রক্ত দিতে আসেন।  সমাজের জন্য সব কাজ সমানভাবে করতে না পারলেও রক্তদানের মতো একটি মানব সেবার কাজ করতে পেরে গর্বিত সাইফুল, প্রথমবারের রক্তদাতা শেফালীরা।

অশোকনগরের  বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ নারায়ণ  গোস্বামী উদ্যোক্তা ও রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে “মানুষ মানুষের জন্য” গান গেয়ে সকলকে মুগ্ধ করেন।

আরও পড়ুন: ২০১৩ সালের পঞ্চায়েত ভোটের উদাহরণ টেনে দফা বাড়ানোতে সওয়াল

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডা. বেলাল আলি,হাড়োয়ার বিধায়ক  হাজী সেখ নুরুল ইসলাম, বিধায়ক  তাপস চ্যাটার্জি, বন ও ভূমি কর্মাধ্যক্ষ  একেএম ফারহাদ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির  সভাপতি মফিদুল হক সাহাজী মিন্টু, খাদ্য  কর্মাধ্যক্ষ আব্দুল ওদুদ মিন্টু, সমাজসেবী অরূপ বিশ্বাস, শিক্ষক দেবাশিষ ঘোষ, পেশ ইমাম হাফেজ  মুহাম্মদ  কুতুব উদ্দিন, শিক্ষক  ও সাংবাদিক এনামুল  হক প্রমুখ।

আরও পড়ুন: আত্ম-নির্ভরতার নজির! সমুদ্রের তলদেশে শত্রুকে চিনে সহজেই আঘাত হানতে সক্ষম টর্পেডো

অনুষ্ঠান  সঞ্চালনা করেন ক্লাব সম্পাদক যুবায়ের হাসান সিদ্দিকী ও মইদুল ইসলাম।  এ দিন ছোটদের নিয়ে বসে আঁকো ও আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

আরও পড়ুন: রাজ্য মেধাতালিকায় পূর্ব-বর্ধমানের চার সংখ্যালঘু ছাত্র-ছাত্রী, অসাধারণ নজির

 

ছবি: ক্লাব সদস্যদের কোলে  চড়ে রক্ত দিতে আসেন সাইফুল,রয়েছেন সম্পাদক যুবায়ের হাসানসহ ক্লাব কর্তারা।