০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, সোমবারও বাতিল অনেক ট্রেন

পুবের কলম ওয়েবডেস্ক : কত তাড়াতাড়ি বালেশ্বরের রেলপথে আবার ট্রেন চালানো যায়, সেটাই এখন চ্যালেঞ্জ রেলের কাছে। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজের পাশাপাশি ওই লাইনে ট্রেন পরিষেবা চালু করার কাজ শুরু করেছে রেল। জোরকদমে চলছে রেললাইন মেরামতের কাজ। ইতিমধ্যেই লাইন পাতার কাজ প্রায় শেষ হয়েছে। চলছে ওভারহেড তার লাগানোর কাজ। সেই কাজও দ্রুত শেষ করে বুধবার সকাল থেকে ওই রেলপথে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ব্যাপারে আশাবাদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দুর্ঘটনার কারণে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল বিঘ্নিত। সোমবার এবং মঙ্গলবারও ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার চলবে না ১৮০৩৮ জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, ২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস, ০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর এক্সপ্রেস, ০৮৪১৫ জলেশ্বর-পুরী এক্সপ্রেস, ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস। মঙ্গলবার বাতিল করা হয়েছে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস। বুধবার বাতিল করা হয়েছে ১২৫৫২ কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, সোমবারও বাতিল অনেক ট্রেন

আপডেট : ৪ জুন ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : কত তাড়াতাড়ি বালেশ্বরের রেলপথে আবার ট্রেন চালানো যায়, সেটাই এখন চ্যালেঞ্জ রেলের কাছে। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজের পাশাপাশি ওই লাইনে ট্রেন পরিষেবা চালু করার কাজ শুরু করেছে রেল। জোরকদমে চলছে রেললাইন মেরামতের কাজ। ইতিমধ্যেই লাইন পাতার কাজ প্রায় শেষ হয়েছে। চলছে ওভারহেড তার লাগানোর কাজ। সেই কাজও দ্রুত শেষ করে বুধবার সকাল থেকে ওই রেলপথে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ব্যাপারে আশাবাদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

দুর্ঘটনার কারণে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল বিঘ্নিত। সোমবার এবং মঙ্গলবারও ওই লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, সোমবার চলবে না ১৮০৩৮ জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, ২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস, ০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর এক্সপ্রেস, ০৮৪১৫ জলেশ্বর-পুরী এক্সপ্রেস, ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস। মঙ্গলবার বাতিল করা হয়েছে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস। বুধবার বাতিল করা হয়েছে ১২৫৫২ কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস।