০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট
সুস্মিতা
- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 239
পুবের কলম ওয়েবডেস্ক: কর্ণাটকের বিজয়পুরা জেলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সিনেমার দৃশ্যকেও হার মানানো ডাকাতি। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদাচন শহরের ওই শাখায় সেনার পোশাক পরে ঢোকে একদল দুষ্কৃতী। প্রথমে সন্দেহ হয়নি কারও।
পরে বন্দুকের মুখে ম্যানেজার ও কোষাধ্যক্ষকে সোনা ও নগদ দিতে বাধ্য করে তারা। ব্যাঙ্ককর্মীদেরও বেঁধে ফেলা হয়, ফলে কেউ পুলিশে খবর দিতে পারেনি। ডাকাতরা প্রায় ৫৮ কেজি সোনা ও ১ কোটি টাকা নিয়ে পালায়।
ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ডাকাতদের ব্যবহৃত গাড়ি মহারাষ্ট্রের পথে পাওয়া গেছে। পুলিশের ধারণা তারা সেখানেই পালিয়েছে। কয়েক মাস আগেও বিজয়পুরায় একইভাবে ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটেছিল। নতুন এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
Tag :
karnataka




















































