১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বৈঠক

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গে বৈঠক বসেন তাঁরা। পহেলগাঁও হামলার পর এই প্রথম বৈঠকে বসলেন নরেন্দ্র মোদি এবং ওমর আবদুল্লা। বৈঠক কী নিয়ে হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে সরকারি সূত্রের খবর, হামলা পরবর্তী জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর, সিন্ধুর জল আটকালে গুঁড়িয়ে দেওয়ার হুমকি

আরও পড়ুন: সমতা নিয়ে এখন কেন আপত্তি তোলা হচ্ছে: জম্মুতে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন আবদুল্লাহর

 

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে বলে খবর। ভারতও তার পাল্টা জবাব দিচ্ছে। মোদি-ওমরের বৈঠকে এই বিষয়টিও উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। কোন উপায়ে প্রত্যাঘাত করা হবে, আলোচনায় সেটিও স্থান পেয়েছে। এছাড়া কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

কিছুদিন আগে পহেলগাঁও জঙ্গি হামলার জন্য  জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। জঙ্গি হামলায় নিজের ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, “আমি জানি না মৃতদের পরিবারের কাছে কী ভাবে ক্ষমা চাইব। আয়োজক হিসাবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি পারিনি। ক্ষমা চাওয়ার কোনও ভাষা আমার কাছে নেই।”

 

সর্বধিক পাঠিত

আন্দোলন ‘নিয়ন্ত্রণে’, শিগগির ইন্টারনেট চালুর আশ্বাস ইরানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার বৈঠক

আপডেট : ৩ মে ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোককল্যাণ মার্গে বৈঠক বসেন তাঁরা। পহেলগাঁও হামলার পর এই প্রথম বৈঠকে বসলেন নরেন্দ্র মোদি এবং ওমর আবদুল্লা। বৈঠক কী নিয়ে হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে সরকারি সূত্রের খবর, হামলা পরবর্তী জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:ভারতকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর, সিন্ধুর জল আটকালে গুঁড়িয়ে দেওয়ার হুমকি

আরও পড়ুন: সমতা নিয়ে এখন কেন আপত্তি তোলা হচ্ছে: জম্মুতে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি নিয়ে কেন্দ্রকে প্রশ্ন আবদুল্লাহর

 

আরও পড়ুন: মানুষের মৃত্যুকে নাটক বলছেন? নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে বলে খবর। ভারতও তার পাল্টা জবাব দিচ্ছে। মোদি-ওমরের বৈঠকে এই বিষয়টিও উঠে এসেছে বলে মনে করা হচ্ছে। কোন উপায়ে প্রত্যাঘাত করা হবে, আলোচনায় সেটিও স্থান পেয়েছে। এছাড়া কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন: বিহারে ফের জঙ্গল-রাজ ফেরানোর চেষ্টা হচ্ছে, ভোট প্রচারে এসে রাহুল-তেজস্বীদের আক্রমণ মোদির

কিছুদিন আগে পহেলগাঁও জঙ্গি হামলার জন্য  জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। জঙ্গি হামলায় নিজের ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, “আমি জানি না মৃতদের পরিবারের কাছে কী ভাবে ক্ষমা চাইব। আয়োজক হিসাবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি পারিনি। ক্ষমা চাওয়ার কোনও ভাষা আমার কাছে নেই।”