১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অন্যায়ের সঙ্গে আপস নয়, আত্মরক্ষার নয়া পাঠ নিচ্ছেন কাশ্মীরী কন্যেরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজেদের আত্মরক্ষা নিজেরাই করুক তারা, তাই মেয়েদের আত্মরক্ষার প্রাথমিক পাঠ দিতে এগিয়ে এল জম্মু-কাশ্মীর পুলিশ।

ভূস্বর্গে নারীদের নিজেদের সুরক্ষিত করতে শুরু হয়েছে মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্সের( self defense)  প্রশিক্ষণ শিবির। একমাস ধরে এই শিবির চলবে জানা যাচ্ছে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

খুব সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দেশজুড়ে একের পর এক বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। শ্লীলতাহানি থেকে যৌন হেনস্থা এমনকি গার্হস্থ হিংসারও শিকার হচ্ছেন মহিলারা।

আরও পড়ুন: গোরক্ষকদের তাণ্ডব নিয়ে সরব ওয়াইসি

২০১২ সাল থেকেই কেন্দ্রীয় সরকার নারীদের আত্মরক্ষার প্রাথমিক পাঠটুকু দিতে শুরু করেছিল  দেশজুড়ে মিশন শক্তি( mission sakti)  নামে এই কর্মসূচীর।

আরও পড়ুন: ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হিংসা

তারই অংশ হিসেবে উধমপুরে জম্মু-কাশ্মীর (jammu & Kashmir)  পুলিশ এই কর্মসূচী শুরু করেছে।

৪৫টি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের বেছে নেওয়া হয়েছে এই প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণের দায়িত্বে থাকা এক জম্মু-কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন অতর্কিত বিপদের মুখোমুখি পড়লে যাতে চটজলদি সিন্ধান্ত নিয়ে মহিলারা নিজেরাই সেই আক্রমণ প্রতিহত করতে পারেন তার জন্যই এই কর্মশালার আয়োজন।

 তারা আরও জানিয়েছেন এই মার্শাল আর্ট বা সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ নেওয়া থাকলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মেয়েরা নিজেদেরকে নিরাপত্তা দিতে পারবেন। অনেক সময় দেখা যায় অপরাধ করে সহজেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু এবার আর অপরাধ করে সহজে পার পাওয়া যাবেনা।  উপত্যকার স্কুল- কলেজের পড়ুয়ারাও এই সুযোগ পেয়ে অত্যন্ত খুশী। অন্যায়ের সঙ্গে আপোষ নয় বরং ঘুরে দাঁড়িয়ে অপরাধের মোকাবিলা করার নয়া মন্ত্রে দিক্ষীত হচ্ছেন কাশ্মীরি কন্যারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অন্যায়ের সঙ্গে আপস নয়, আত্মরক্ষার নয়া পাঠ নিচ্ছেন কাশ্মীরী কন্যেরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজেদের আত্মরক্ষা নিজেরাই করুক তারা, তাই মেয়েদের আত্মরক্ষার প্রাথমিক পাঠ দিতে এগিয়ে এল জম্মু-কাশ্মীর পুলিশ।

ভূস্বর্গে নারীদের নিজেদের সুরক্ষিত করতে শুরু হয়েছে মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্সের( self defense)  প্রশিক্ষণ শিবির। একমাস ধরে এই শিবির চলবে জানা যাচ্ছে।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

খুব সাম্প্রতিক পরিসংখ্যান বলছে দেশজুড়ে একের পর এক বেড়ে চলেছে নারী নির্যাতনের ঘটনা। শ্লীলতাহানি থেকে যৌন হেনস্থা এমনকি গার্হস্থ হিংসারও শিকার হচ্ছেন মহিলারা।

আরও পড়ুন: গোরক্ষকদের তাণ্ডব নিয়ে সরব ওয়াইসি

২০১২ সাল থেকেই কেন্দ্রীয় সরকার নারীদের আত্মরক্ষার প্রাথমিক পাঠটুকু দিতে শুরু করেছিল  দেশজুড়ে মিশন শক্তি( mission sakti)  নামে এই কর্মসূচীর।

আরও পড়ুন: ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে হিংসা

তারই অংশ হিসেবে উধমপুরে জম্মু-কাশ্মীর (jammu & Kashmir)  পুলিশ এই কর্মসূচী শুরু করেছে।

৪৫টি বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের বেছে নেওয়া হয়েছে এই প্রশিক্ষণের জন্য। এই প্রশিক্ষণের দায়িত্বে থাকা এক জম্মু-কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন অতর্কিত বিপদের মুখোমুখি পড়লে যাতে চটজলদি সিন্ধান্ত নিয়ে মহিলারা নিজেরাই সেই আক্রমণ প্রতিহত করতে পারেন তার জন্যই এই কর্মশালার আয়োজন।

 তারা আরও জানিয়েছেন এই মার্শাল আর্ট বা সেলফ ডিফেন্সের প্রশিক্ষণ নেওয়া থাকলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মেয়েরা নিজেদেরকে নিরাপত্তা দিতে পারবেন। অনেক সময় দেখা যায় অপরাধ করে সহজেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। কিন্তু এবার আর অপরাধ করে সহজে পার পাওয়া যাবেনা।  উপত্যকার স্কুল- কলেজের পড়ুয়ারাও এই সুযোগ পেয়ে অত্যন্ত খুশী। অন্যায়ের সঙ্গে আপোষ নয় বরং ঘুরে দাঁড়িয়ে অপরাধের মোকাবিলা করার নয়া মন্ত্রে দিক্ষীত হচ্ছেন কাশ্মীরি কন্যারা।