০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চায়েত ভোটের  সাফল্য সামনে রেখে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৪-এর ঝাঁঝ চড়াবে তৃণমূল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার
  • / 62

ফাইল চিত্র

পুবের কলম প্রতিবেদক: ১১ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটের ফলাফলে বিরাট সাফল্য পেয়েছে শাসকদল তৃণমুল কংগ্রেস। পঞ্চায়েতে এই সাফল্যকে সামনে রেখে ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে নজর রাখছে তৃণমূল কংগ্রেস। এবার তাদের লক্ষ্য ২০২৪ সাল। রাজ্যের ৪২ লোকসভা আসনের ফলাফল নিজেদের পক্ষে ধরে রাখতে চায় শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই চলতি বছরের ২১ জুলাই থেকে রাজনৈতিক ভাবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লোকসভা ভোটের যখন কয়েক মাস বাকি, তখন ২১ জুলাই এই বৃহত্তর রাজনৈতিক সমাবেশ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনে করা হচ্ছে, আগামী ২১ জুলাইয়ের সভার ছয় মাসের মধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। নির্বাচনের পূর্বে তাই দলের সর্ববৃহৎ জনসমাবেশকে লোকসভার প্রচার বার্তার মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাইছে শাসক দল। তৃণমূল নেতৃত্বের একাংশ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকলেও ২১শে জুলাইয়ের সভার প্রস্তুতি কয়েকদিন আগে থেকেই শুরু করে দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের একাংশ বিষয়টি নিয়ে বৈঠক করেছেন বলেও খবর। তবে ২১-এর মঞ্চে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সাফল্য গাঁথা তুলে না ধরে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি মঞ্চ হিসেবেই ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যদিও গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবারের ২১ জুলাই মঞ্চ ‘শ্রদ্ধা দিবস’ হিসাবে পালিত হবে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

চলতি বছরের শেষ দিক থেকেই ২০২৪ লোকসভা ভোটের প্রচারের অভিমুখে চলতে শুরু করবে রাজনৈতিক দলগুলি। বিশেষত, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান, তেলঙ্গানা এবং মিজোরাম এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই কেন্দ্রে সরকার গঠন নিয়ে তরজায় নেমে পড়বে প্রত্যেকটি রাজনৈতিক দল।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

প্রসঙ্গত, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ডেডলাইন তুলে ধরতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ‘আর ছয় মাস থাকবে’ বলে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত নির্বাচনের ফল আশানরূপ হওয়ায় সেই ধার আরও বাড়বে বলেই মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: বিজেপির প্রতি বাংলার মানুষের ভালবাসা সহ্য হয় না তৃণমূলের: সুর চড়ালেন মোদি

এই ২১ জুলাই সমাবেশ হতে চলেছে, লোকসভা ভোটের আগে তৃণমূলের বৃহত্তর রাজনৈতিক সমাবেশ। একদিকে কেন্দ্রীয় ভাবে বিজেপি বিরোধী সমমনোভাবাসম্পন্ন দলের সঙ্গে জোট বৈঠক। অন্যদিকে রাজনৈতিক লড়াই। এই দুইয়ের বার্তা ২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার দিকেই নজর থাকবে রাজ্যবাসীর।



 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পঞ্চায়েত ভোটের  সাফল্য সামনে রেখে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ২০২৪-এর ঝাঁঝ চড়াবে তৃণমূল

আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: ১১ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটের ফলাফলে বিরাট সাফল্য পেয়েছে শাসকদল তৃণমুল কংগ্রেস। পঞ্চায়েতে এই সাফল্যকে সামনে রেখে ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে নজর রাখছে তৃণমূল কংগ্রেস। এবার তাদের লক্ষ্য ২০২৪ সাল। রাজ্যের ৪২ লোকসভা আসনের ফলাফল নিজেদের পক্ষে ধরে রাখতে চায় শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই চলতি বছরের ২১ জুলাই থেকে রাজনৈতিক ভাবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লোকসভা ভোটের যখন কয়েক মাস বাকি, তখন ২১ জুলাই এই বৃহত্তর রাজনৈতিক সমাবেশ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনে করা হচ্ছে, আগামী ২১ জুলাইয়ের সভার ছয় মাসের মধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। নির্বাচনের পূর্বে তাই দলের সর্ববৃহৎ জনসমাবেশকে লোকসভার প্রচার বার্তার মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাইছে শাসক দল। তৃণমূল নেতৃত্বের একাংশ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকলেও ২১শে জুলাইয়ের সভার প্রস্তুতি কয়েকদিন আগে থেকেই শুরু করে দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের একাংশ বিষয়টি নিয়ে বৈঠক করেছেন বলেও খবর। তবে ২১-এর মঞ্চে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সাফল্য গাঁথা তুলে না ধরে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি মঞ্চ হিসেবেই ব্যবহার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। যদিও গত বুধবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবারের ২১ জুলাই মঞ্চ ‘শ্রদ্ধা দিবস’ হিসাবে পালিত হবে।

আরও পড়ুন: তৃণমূলে যোগ সিপিএমের কাউন্সিলর সন্ধ্যারানি

চলতি বছরের শেষ দিক থেকেই ২০২৪ লোকসভা ভোটের প্রচারের অভিমুখে চলতে শুরু করবে রাজনৈতিক দলগুলি। বিশেষত, মধ্যপ্রদেশ, ছত্তীশগড়, রাজস্থান, তেলঙ্গানা এবং মিজোরাম এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই কেন্দ্রে সরকার গঠন নিয়ে তরজায় নেমে পড়বে প্রত্যেকটি রাজনৈতিক দল।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

প্রসঙ্গত, ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের প্রচারেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ডেডলাইন তুলে ধরতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ‘আর ছয় মাস থাকবে’ বলে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত নির্বাচনের ফল আশানরূপ হওয়ায় সেই ধার আরও বাড়বে বলেই মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: বিজেপির প্রতি বাংলার মানুষের ভালবাসা সহ্য হয় না তৃণমূলের: সুর চড়ালেন মোদি

এই ২১ জুলাই সমাবেশ হতে চলেছে, লোকসভা ভোটের আগে তৃণমূলের বৃহত্তর রাজনৈতিক সমাবেশ। একদিকে কেন্দ্রীয় ভাবে বিজেপি বিরোধী সমমনোভাবাসম্পন্ন দলের সঙ্গে জোট বৈঠক। অন্যদিকে রাজনৈতিক লড়াই। এই দুইয়ের বার্তা ২১ জুলাইয়ের মঞ্চ থেকে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার দিকেই নজর থাকবে রাজ্যবাসীর।