০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্থায়ী জামিনের আর্জি কেজরীর, পরবর্তী শুনানি ১ জুন

আবুল খায়ের
  • আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার
  • / 14

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আবগারি দূর্নীতি মামলায় অন্তবর্তী জামিনের পর, এবার স্থায়ী জামিন চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। এই মামলায় একাধিকবার তলবের পর ২১ মার্চ গ্রেফতার করা হয় আপ সুপ্রিমোকে। তবে নির্বাচনকালে তাঁকে ২১ দিনের অন্তবর্তী জামিন দিয়েছিল সুপ্রিমো কোর্ট। ১ জুন নির্বাচন শেষের পর ২ জুন তাঁকে জেল কর্তৃপক্ষের হাজিরা দেওয়ার কথা জানিয়েছে আদালত। ইতিমধ্যে অন্তবর্তী জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। তারপরেই, বৃহস্পতিবার স্থায়ী জামিনের আর্জি জানালেন তিনি। এ দিন তাঁর এই আবেদনের শুনানি হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। স্থায়ী জামিনের পাশাপাশি স্বাস্থ্য সমস্যার কথা জানিয়ে অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জিও তিনি জানান।

শুনানিতে বিশেষ আদালতের বিচারক কাবেরি বাওয়েজা কেজরিওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) প্রতিক্রিয়া জানাতে চান। ইডির পক্ষে এ দিন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী এসভি রাজু। তিনি আবেদনের জবার দেওয়া জন্য সময় চেয়ে বলেন, “তিনি(কেজরী) হেফাজতে নেই। তাকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি আজ পাঞ্জাবে প্রচারে। শারীরিক সমস্যায় তাঁর নির্বাচনী প্রচার বাধাপ্রাপ্ত হয়নি।”

কেজরিওয়ালের পক্ষে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী এন হরিহরন। এই মামলার পরবর্তী শুনানি হবে ১ জুন দুপুর ২টায়। সম্প্রতি ইডি মানি লন্ডারিং মামলায় কেজরিওয়ালের পাশাপাশি আম আদমি পার্টিকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করেছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্থায়ী জামিনের আর্জি কেজরীর, পরবর্তী শুনানি ১ জুন

আপডেট : ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আবগারি দূর্নীতি মামলায় অন্তবর্তী জামিনের পর, এবার স্থায়ী জামিন চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। এই মামলায় একাধিকবার তলবের পর ২১ মার্চ গ্রেফতার করা হয় আপ সুপ্রিমোকে। তবে নির্বাচনকালে তাঁকে ২১ দিনের অন্তবর্তী জামিন দিয়েছিল সুপ্রিমো কোর্ট। ১ জুন নির্বাচন শেষের পর ২ জুন তাঁকে জেল কর্তৃপক্ষের হাজিরা দেওয়ার কথা জানিয়েছে আদালত। ইতিমধ্যে অন্তবর্তী জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আর্জি জানিয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল। তারপরেই, বৃহস্পতিবার স্থায়ী জামিনের আর্জি জানালেন তিনি। এ দিন তাঁর এই আবেদনের শুনানি হয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। স্থায়ী জামিনের পাশাপাশি স্বাস্থ্য সমস্যার কথা জানিয়ে অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আর্জিও তিনি জানান।

শুনানিতে বিশেষ আদালতের বিচারক কাবেরি বাওয়েজা কেজরিওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) প্রতিক্রিয়া জানাতে চান। ইডির পক্ষে এ দিন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী এসভি রাজু। তিনি আবেদনের জবার দেওয়া জন্য সময় চেয়ে বলেন, “তিনি(কেজরী) হেফাজতে নেই। তাকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তিনি আজ পাঞ্জাবে প্রচারে। শারীরিক সমস্যায় তাঁর নির্বাচনী প্রচার বাধাপ্রাপ্ত হয়নি।”

কেজরিওয়ালের পক্ষে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী এন হরিহরন। এই মামলার পরবর্তী শুনানি হবে ১ জুন দুপুর ২টায়। সম্প্রতি ইডি মানি লন্ডারিং মামলায় কেজরিওয়ালের পাশাপাশি আম আদমি পার্টিকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করেছে।