০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ জুন ২০২২, শনিবার
  • / 61

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টের দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টো ৫০ মিনিটে (বাংলাদেশের সময় অনুযায়ী) খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা হন। এরপর রাত সোয়া তিনটের দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছয়।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। শনিবার সকাল দশটার দিকে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর আগে আড়াই মাস হাসপাতালে থাকার পর ফেব্রুয়ারির শুরুতে গুলশানের বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া।

আরও পড়ুন: খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত : মির্জা আব্বাস

এ দিন হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডাক্তাররা যে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তাতে দেখা গেছে যে, আগের দিন বিকেল থেকেই তার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। এখন খালেদা জিয়া স্থিতিশীল আছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম। এ নিয়ে গত দু’বছরে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ৭৬ বছর বয়সি খালেদা জিয়া ডায়াবেটিস-আর্থারাইটিস-ফুসফুস-কিডনি-চোখের সমস্যা-সহ নানা জটিলতায় ভুগছেন অনেকদিন ধরে।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

আপডেট : ১১ জুন ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টের দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ২টো ৫০ মিনিটে (বাংলাদেশের সময় অনুযায়ী) খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে রওনা হন। এরপর রাত সোয়া তিনটের দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছয়।

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

এ সময় তাঁর সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার। শনিবার সকাল দশটার দিকে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এর আগে আড়াই মাস হাসপাতালে থাকার পর ফেব্রুয়ারির শুরুতে গুলশানের বাড়িতে ফিরেছিলেন খালেদা জিয়া।

আরও পড়ুন: খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত : মির্জা আব্বাস

এ দিন হাসপাতাল থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডাক্তাররা যে পরীক্ষা-নিরীক্ষা করেছেন, তাতে দেখা গেছে যে, আগের দিন বিকেল থেকেই তার হার্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। এখন খালেদা জিয়া স্থিতিশীল আছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম। এ নিয়ে গত দু’বছরে চতুর্থবারের মতো হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ৭৬ বছর বয়সি খালেদা জিয়া ডায়াবেটিস-আর্থারাইটিস-ফুসফুস-কিডনি-চোখের সমস্যা-সহ নানা জটিলতায় ভুগছেন অনেকদিন ধরে।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!