০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড বানারহাট

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 45

শুভজিৎ দেবনাথ, বানারহাট: পাঁচ মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড গোটা বানারহাট এলাকা।বৃহস্পতিবার বিকেলে ব্যাপক ঝড়ে গাছ ভেঙে বানারহাটে গুরুতর আহত হলেন ৫ জন।

 

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

এদিন বিকেলে সাপ্তাহিক হাট চলাকালীন হঠাৎই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়, ঝড়ের জেরে বানারহাট চা বাগানের রেশন দোকানের সামনে থাকা একটি বিরাট গাছ ভেঙে পড়ে।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

 

আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু,  বিক্ষোভ সালারে

গাছের নিচে চাপা পড়েন ৪ জন, স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গাছ সড়িয়ে তাদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যায়, এমনকি একটি তেলেভাজার দোকানের উপরও সেই গাছের ডাল ভেঙে পড়ায় সেখানে থাকা তেলেভাজার দোকানের কড়াইয়ের গরম তেল ছিটে ১ জনের শরীরের অনেকটা অংশ ঝলসে যায়।

 

তাকেও বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সামনে গাছ পরে হাসপাতালে ঢোকার রাস্তাও বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে ছিল। স্থানীয়রা সেই গাছ সরিয়ে হাসপাতালে ঢোকার রাস্তা পরিষ্কার করে। ঝড়ের জেরে গোটা এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ায় মোববাতি জ্বেলে হাসপাতালে আহতদের চিকিৎসা শুরু করা হয়। আঘাত গুরুতর থাকায় এদের সকলকেই মালবাজার ও শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে।

 

এই ঘটনার পাশাপাশি এদিন ঝড়ে বানারহাট বাজার, কারবালা চা বাগান ও বানারহাট চা বাগানের বিভিন্ন সেকশনে প্রচুর পরিমানে গাছ ভেঙে পড়ে।

 

বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় হাসপাতাল, বানারহাট বাজার, কলনী সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে রয়েছে। ইতিমধ্যে বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং হাসপাতালে গিয়েও আহতদের তিনি দেখেছেন।

 

বানারহাট ব্লক প্রশাসনের তরফ থেকে সমস্ত রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করা হচ্ছে। গাছ পড়ে ইন্দো ভুটান সড়ক ও অবরুদ্ধ হয়ে পড়ে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচ মিনিটের ঝড়ে লন্ডভন্ড বানারহাট

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার

শুভজিৎ দেবনাথ, বানারহাট: পাঁচ মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড গোটা বানারহাট এলাকা।বৃহস্পতিবার বিকেলে ব্যাপক ঝড়ে গাছ ভেঙে বানারহাটে গুরুতর আহত হলেন ৫ জন।

 

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

এদিন বিকেলে সাপ্তাহিক হাট চলাকালীন হঠাৎই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়, ঝড়ের জেরে বানারহাট চা বাগানের রেশন দোকানের সামনে থাকা একটি বিরাট গাছ ভেঙে পড়ে।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

 

আরও পড়ুন: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত আহত ২ শিশু,  বিক্ষোভ সালারে

গাছের নিচে চাপা পড়েন ৪ জন, স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি গাছ সড়িয়ে তাদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যায়, এমনকি একটি তেলেভাজার দোকানের উপরও সেই গাছের ডাল ভেঙে পড়ায় সেখানে থাকা তেলেভাজার দোকানের কড়াইয়ের গরম তেল ছিটে ১ জনের শরীরের অনেকটা অংশ ঝলসে যায়।

 

তাকেও বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের সামনে গাছ পরে হাসপাতালে ঢোকার রাস্তাও বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে ছিল। স্থানীয়রা সেই গাছ সরিয়ে হাসপাতালে ঢোকার রাস্তা পরিষ্কার করে। ঝড়ের জেরে গোটা এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ায় মোববাতি জ্বেলে হাসপাতালে আহতদের চিকিৎসা শুরু করা হয়। আঘাত গুরুতর থাকায় এদের সকলকেই মালবাজার ও শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছে।

 

এই ঘটনার পাশাপাশি এদিন ঝড়ে বানারহাট বাজার, কারবালা চা বাগান ও বানারহাট চা বাগানের বিভিন্ন সেকশনে প্রচুর পরিমানে গাছ ভেঙে পড়ে।

 

বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় হাসপাতাল, বানারহাট বাজার, কলনী সহ বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে রয়েছে। ইতিমধ্যে বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সমস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং হাসপাতালে গিয়েও আহতদের তিনি দেখেছেন।

 

বানারহাট ব্লক প্রশাসনের তরফ থেকে সমস্ত রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করা হচ্ছে। গাছ পড়ে ইন্দো ভুটান সড়ক ও অবরুদ্ধ হয়ে পড়ে।