১০ নম্বর জাতীয় সড়কে আবারও নামল ধস

- আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার
- / 96
পুবের কলম ওয়েবডেস্ক : ১০ নম্বর জাতীয় সড়কে নামল ধস। সেবক করোনেশন ব্রিজের কাছে এই ধসের ঘটনাটি ঘটেছে। ক্ষয়ক্ষতির কোন হিসেব এখনও পাওয়া যায়নি। আপাতভাবে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পুনরায় যান চলাচল শুরু করতে বেশ খানিকটা সময় লাগবে।
শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার প্রধান রাস্তা হচ্ছে এই ১০ নম্বর জাতীয় সড়ক। এমনকি এই সড়ককে সিকিমের লাইফলাইন-ও বলা হয়ে থাকে। কালিম্পং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছেন, বিকল্প রাস্তা ব্যভহার করার। বিকল্প রাস্তা হিসেবে লাভা ও গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় ও ঘুরপথে যেতে হবে সবাইকে।
এরআগে টানা বৃষ্টির জেরে, তিস্তা নদীতে শ্বেতীঝোড়ার কাছে রাস্তার বেশ কিছুটা ভাঙা অংশ তলিয়ে গিয়েছিল। সেইসময় বেশকয়েকদিন যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। জাতীয় সড়ক কর্তৃপক্ষ প্রাণপণে চেষ্টা করেছিল, ধস মেরামত করার ও যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখার। গত ১৫ই আগস্ট সন্ধ্যার পরে যোগাযোগ পুনরায় শুরু করা গেলেও, বর্তমানে ধস নামায় এই সড়ক দিয়ে এখন যাতায়াত পুরো বন্ধ।