০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধী দলনেতা রাহুল! প্রস্তাব পাশ করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জুন ২০২৪, শনিবার
  • / 19

পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। তৃতীয় মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী বেঞ্চ থেকে লড়াই শুরু করবে ইন্ডিয়া জোট। আর এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধি। শনিবার দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই দলের রণকৌশল ও বিরোধী দলনেতার পদ নিয়ে আলোচনা চলে জোরকদমে। এদিন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডাব্লুসি) বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। একই সঙ্গে সোনিয়া গান্ধিকে দলের সংসদীয় দলের নেতৃত্ব দিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করানো হয়েছে। সিডব্লিউসি সদস্যরা রেজুলেশন পাশ করেছে যে রাহুল গান্ধিকে লোকসভায় দলের নেতা নিযুক্ত করা উচিত।

বৈঠকে অখিলেশ বলেন, ‘নেতিবাচকতার অবসান হয়েছে, ইতিবাচক রাজনীতির যুগ শুরু হয়েছে।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ওয়েনাড় এবং রায়বেরিলির সাংসদ রাহুলকে বিরোধী দলনেতার পদ গ্রহণ করতে অনুরোধ করেছেন। যদিও রাহুল শেষ পর্যন্ত ওই পদ গ্রহণ করবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। কারণ বিরোধী দলনেতা হলে রাহুলকে আটকে থাকতে হবে সংসদেই। মাঠে নেমে সংগঠনের কাজ বা ভারত জোড়ো যাত্রার মতো জনসংযোগ যাত্রা করা একটু অসুবিধাজনক হতে পারে। এদিকে ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস নেতারা একবাক্যে স্বীকার করেছেন, দুই লোকসভার পর দল যে ঘুরে দাঁড়ানোর সংকেত দিচ্ছে, সেটার নেপথ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সাংসদ প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। তবে এবার পরিস্থিতি অনেকটাই পালটে গেছে। এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সাংসদ। সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল-প্রিয়াঙ্কা-সহ অন্যান্য নেতারা। পাশাপাশি বিরোধী দলনেতার আসনে রাহুল গান্ধিকে দেখা যাবে কিনা এই প্রশ্নের জবাবে কংগ্রেসের বর্যীয়ান নেতা বীরাপ্পা মইলি বলেন, ‘অবশ্যই! মানুষ রাহুল গান্ধিকে বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে। কংগ্রেস ও ইন্ডিয়া জোট রাহুলকে চাইছে। মোদি এখনও আর গ্রেট নন। তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। রাহুল গান্ধির নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস ঘুরে দাঁড়াবে।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরোধী দলনেতা রাহুল! প্রস্তাব পাশ করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি

আপডেট : ৮ জুন ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। তৃতীয় মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী বেঞ্চ থেকে লড়াই শুরু করবে ইন্ডিয়া জোট। আর এই লড়াইয়ে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধি। শনিবার দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই দলের রণকৌশল ও বিরোধী দলনেতার পদ নিয়ে আলোচনা চলে জোরকদমে। এদিন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডাব্লুসি) বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। একই সঙ্গে সোনিয়া গান্ধিকে দলের সংসদীয় দলের নেতৃত্ব দিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করানো হয়েছে। সিডব্লিউসি সদস্যরা রেজুলেশন পাশ করেছে যে রাহুল গান্ধিকে লোকসভায় দলের নেতা নিযুক্ত করা উচিত।

বৈঠকে অখিলেশ বলেন, ‘নেতিবাচকতার অবসান হয়েছে, ইতিবাচক রাজনীতির যুগ শুরু হয়েছে।’ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ওয়েনাড় এবং রায়বেরিলির সাংসদ রাহুলকে বিরোধী দলনেতার পদ গ্রহণ করতে অনুরোধ করেছেন। যদিও রাহুল শেষ পর্যন্ত ওই পদ গ্রহণ করবেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। কারণ বিরোধী দলনেতা হলে রাহুলকে আটকে থাকতে হবে সংসদেই। মাঠে নেমে সংগঠনের কাজ বা ভারত জোড়ো যাত্রার মতো জনসংযোগ যাত্রা করা একটু অসুবিধাজনক হতে পারে। এদিকে ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেস নেতারা একবাক্যে স্বীকার করেছেন, দুই লোকসভার পর দল যে ঘুরে দাঁড়ানোর সংকেত দিচ্ছে, সেটার নেপথ্যে রাহুলের ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সাংসদ প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। তবে এবার পরিস্থিতি অনেকটাই পালটে গেছে। এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সাংসদ। সঙ্গে রয়েছে ইন্ডিয়া জোটের শরিকদের সমর্থন।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধি, রাহুল-প্রিয়াঙ্কা-সহ অন্যান্য নেতারা। পাশাপাশি বিরোধী দলনেতার আসনে রাহুল গান্ধিকে দেখা যাবে কিনা এই প্রশ্নের জবাবে কংগ্রেসের বর্যীয়ান নেতা বীরাপ্পা মইলি বলেন, ‘অবশ্যই! মানুষ রাহুল গান্ধিকে বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে। কংগ্রেস ও ইন্ডিয়া জোট রাহুলকে চাইছে। মোদি এখনও আর গ্রেট নন। তাঁর জনপ্রিয়তায় ভাঁটা পড়েছে। রাহুল গান্ধির নেতৃত্বে আগামী দিনে কংগ্রেস ঘুরে দাঁড়াবে।’