২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোটিপতিদের ঋণ মুকুব হয়, কৃষকদের নয় : রাহুল

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার
  • / 106

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী মাসে কর্নাটকের বিধানসভা নির্বাচন। দিল্লি থেকে কেন্দ্রের শাসক ও বিরোধী দলের নেতারা দফায় দফায় যাচ্ছেন সেখানে। কর্নাটকবাসীর মন জয় করতে কেউ উন্নয়ন কেউ বা ধর্মকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়ছেন সে রাজ্যের ভোট ময়দানে। বাদ যান নি কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। সোমবার কর্নাটকে পৌঁছে রাহুল বেলাগাভিতে আখ চাষীদের উদ্দেশ্যে ভাষণ দেন। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, সরকার আজকাল শুধু দুই-তিনজন ব্যবসায়ীকে নিয়েই ব্যস্ত। অথচ তাদের উচিত দেশের কৃষক, শ্রমিক ও ছোটো ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রাখা। রাহুল বলেন, দেশে বড় ব্যবসায়ীরা সহজেই ঋণ পাচ্ছেন। আদানি-আম্বানিরা লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে রেখেছেন। ব্যাঙ্কে গেলেই তারা টাকা পেয়ে যান। শুধু তাই নয়, তারা কোনও সমস্যার সম্মুখীন হয়ে ঋণ শোধ না করতে পারলে, তাদের ঋণ মুকুব করে দেওয়া হয়। অথচ দেশের খেটে খাওয়া কৃষক-শ্রমিকদের ক্ষেত্রে গল্পটা আলাদা। তারা ঋণ পান না। আর ঋণ নিয়ে যদি বিপদে পড়েন, তবে তা মকুবও করা হয় না। অথচ কংগ্রেসের সরকার কৃষকদের ঋণ মকুব করেছিল। রাহুল গান্ধি বলেন, কোটিপতিদের ঋণ মকুব হলে কৃষকদেরও ঋণ মকুব করতে হবে। তা না হলে কাউকেই এই সুবিধা দেওয়া যাবে না। কোটিপতি আর দরিদ্র কৃষকদের জন্য একই নিয়ম থাকা দরকার। কৃষকদের প্রতি ন্যায়বিচার হওয়া দরকার। ওই জনসভায় রাহুল প্রতিশ্রুতি দেন, কংগ্রেস ক্ষমতায় এলে জিএসটি-র সরলীকরণ হবে। যাতে সাধারণ মানুষ জিএসটির বর্তমান জটিলতা থেকে মুক্তি পায়।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোটিপতিদের ঋণ মুকুব হয়, কৃষকদের নয় : রাহুল

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী মাসে কর্নাটকের বিধানসভা নির্বাচন। দিল্লি থেকে কেন্দ্রের শাসক ও বিরোধী দলের নেতারা দফায় দফায় যাচ্ছেন সেখানে। কর্নাটকবাসীর মন জয় করতে কেউ উন্নয়ন কেউ বা ধর্মকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়ছেন সে রাজ্যের ভোট ময়দানে। বাদ যান নি কংগ্রেস নেতা রাহুল গান্ধিও। সোমবার কর্নাটকে পৌঁছে রাহুল বেলাগাভিতে আখ চাষীদের উদ্দেশ্যে ভাষণ দেন। কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, সরকার আজকাল শুধু দুই-তিনজন ব্যবসায়ীকে নিয়েই ব্যস্ত। অথচ তাদের উচিত দেশের কৃষক, শ্রমিক ও ছোটো ব্যবসায়ীদের স্বার্থের কথা মাথায় রাখা। রাহুল বলেন, দেশে বড় ব্যবসায়ীরা সহজেই ঋণ পাচ্ছেন। আদানি-আম্বানিরা লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে রেখেছেন। ব্যাঙ্কে গেলেই তারা টাকা পেয়ে যান। শুধু তাই নয়, তারা কোনও সমস্যার সম্মুখীন হয়ে ঋণ শোধ না করতে পারলে, তাদের ঋণ মুকুব করে দেওয়া হয়। অথচ দেশের খেটে খাওয়া কৃষক-শ্রমিকদের ক্ষেত্রে গল্পটা আলাদা। তারা ঋণ পান না। আর ঋণ নিয়ে যদি বিপদে পড়েন, তবে তা মকুবও করা হয় না। অথচ কংগ্রেসের সরকার কৃষকদের ঋণ মকুব করেছিল। রাহুল গান্ধি বলেন, কোটিপতিদের ঋণ মকুব হলে কৃষকদেরও ঋণ মকুব করতে হবে। তা না হলে কাউকেই এই সুবিধা দেওয়া যাবে না। কোটিপতি আর দরিদ্র কৃষকদের জন্য একই নিয়ম থাকা দরকার। কৃষকদের প্রতি ন্যায়বিচার হওয়া দরকার। ওই জনসভায় রাহুল প্রতিশ্রুতি দেন, কংগ্রেস ক্ষমতায় এলে জিএসটি-র সরলীকরণ হবে। যাতে সাধারণ মানুষ জিএসটির বর্তমান জটিলতা থেকে মুক্তি পায়।