০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল

সুস্মিতা
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 631

আসিফ রেজা আনসারী: শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল অনেক আগে। এবার প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল। সফলদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশিত হয়েছে বিকালে। কমিশনের সাইটে দেখা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম রাজ্যস্তর বাছাই পরীক্ষা (এটি), ২০২৩ এর চূড়ান্ত ফলাফলে বাংলা- (নবম-দশম)–এর জন্য মোট ৯৭ জনকে বেছে নেওয়া হয়েছে। আর ১০ জন আছে অপেক্ষমান তালিকায়।

তবে এই বিষয়ে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ৫জন আছে, তবে এতে ১জন আছে অপেক্ষমান তালিকায়। একইভাবে ইংরাজী- (নবম-দশম)–এর জন্য জেনারেল ৮৮জন, ৯জন অপেক্ষমান, মহিলাদের সংরক্ষিত আসনে ২জন আর ১জন অপেক্ষমান বা ওয়েল লিস্টে আছে।

অন্যদিকে পিজির শিক্ষক হিসাবে বাংলায় অছে ১৮জন, ২জন অপেক্ষমান।জীববিজ্ঞান- (পিজি)–র ১২ জন, ২জন অপেক্ষমান। আর উর্দু মিডিয়ামের জন্য ২ জন আছে তালিকায়। কম্পিউটার অ্যাপ্লিকেশন- (পিজি)–র ৩জন, অপেক্ষমান ১জন, উর্দু মিডিয়ামের জন্য ১ জন। কম্পিউটার সাইন্স (পিজি)–এর জন্য ৬জন, আর অপেক্ষমান ১জন, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন (পিজি)–র তালিকায় ১জন, অপেক্ষমান ১জন। অর্থনীতি (পিজি)–র মেধা তালিকায় ১জন, অপেক্ষমান ১ জন, উর্দু মিডিয়ামের জন্য ১ জন। পরিবেশবিদ্যা (পিজি)–র তালিকায় আছে ২জন, অপেক্ষমান ১জন। ইতিহাস- (পিজি)–র মেধা তালিকায় ১৯ জন, অপেক্ষমান ২জন, উর্দু মিডিয়ামের জন্য ৪জন, অপেক্ষমান ১জন। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং- (পিজি)–র জন্য ৪জন, অপেক্ষমান ১জন। ইসলামিক ইতিহাস- (পিজি)–র ৭জন, অপেক্ষমান ১জন। পুষ্টিবিজ্ঞান- (পিজি)–র ৪জন, ১জন অপেক্ষমান। সংস্কৃত- (পিজি)–র ২জন, অপেক্ষমান ১জন। দর্শন- (পিজি)–র ১৭ জন, ২জন অপেক্ষমান। সাইকোলজি- (পিজি)–র তালিকায় ১ জন, অপেক্ষমান ১জন। পরিসংখ্যান বা স্ট্যাটাটিস্টিকস (পিজি)–র চূড়ান্ত তালিকায় আছে ১জন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

আসিফ রেজা আনসারী: শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল অনেক আগে। এবার প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ফলাফল। সফলদের রোল নম্বর ও প্রাপ্ত নম্বর প্রকাশিত হয়েছে বিকালে। কমিশনের সাইটে দেখা গিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম রাজ্যস্তর বাছাই পরীক্ষা (এটি), ২০২৩ এর চূড়ান্ত ফলাফলে বাংলা- (নবম-দশম)–এর জন্য মোট ৯৭ জনকে বেছে নেওয়া হয়েছে। আর ১০ জন আছে অপেক্ষমান তালিকায়।

তবে এই বিষয়ে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ৫জন আছে, তবে এতে ১জন আছে অপেক্ষমান তালিকায়। একইভাবে ইংরাজী- (নবম-দশম)–এর জন্য জেনারেল ৮৮জন, ৯জন অপেক্ষমান, মহিলাদের সংরক্ষিত আসনে ২জন আর ১জন অপেক্ষমান বা ওয়েল লিস্টে আছে।

অন্যদিকে পিজির শিক্ষক হিসাবে বাংলায় অছে ১৮জন, ২জন অপেক্ষমান।জীববিজ্ঞান- (পিজি)–র ১২ জন, ২জন অপেক্ষমান। আর উর্দু মিডিয়ামের জন্য ২ জন আছে তালিকায়। কম্পিউটার অ্যাপ্লিকেশন- (পিজি)–র ৩জন, অপেক্ষমান ১জন, উর্দু মিডিয়ামের জন্য ১ জন। কম্পিউটার সাইন্স (পিজি)–এর জন্য ৬জন, আর অপেক্ষমান ১জন, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন (পিজি)–র তালিকায় ১জন, অপেক্ষমান ১জন। অর্থনীতি (পিজি)–র মেধা তালিকায় ১জন, অপেক্ষমান ১ জন, উর্দু মিডিয়ামের জন্য ১ জন। পরিবেশবিদ্যা (পিজি)–র তালিকায় আছে ২জন, অপেক্ষমান ১জন। ইতিহাস- (পিজি)–র মেধা তালিকায় ১৯ জন, অপেক্ষমান ২জন, উর্দু মিডিয়ামের জন্য ৪জন, অপেক্ষমান ১জন। হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং- (পিজি)–র জন্য ৪জন, অপেক্ষমান ১জন। ইসলামিক ইতিহাস- (পিজি)–র ৭জন, অপেক্ষমান ১জন। পুষ্টিবিজ্ঞান- (পিজি)–র ৪জন, ১জন অপেক্ষমান। সংস্কৃত- (পিজি)–র ২জন, অপেক্ষমান ১জন। দর্শন- (পিজি)–র ১৭ জন, ২জন অপেক্ষমান। সাইকোলজি- (পিজি)–র তালিকায় ১ জন, অপেক্ষমান ১জন। পরিসংখ্যান বা স্ট্যাটাটিস্টিকস (পিজি)–র চূড়ান্ত তালিকায় আছে ১জন।