০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র,২৪ ঘণ্টায় আক্রান্তের হার খানিকটা কম  

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝে করোনার চোখ রাঙানি একটু কমলেও, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ।বিগত তিন দিন ধরে করোনা সংক্রমণের গণ্ডি ২০ হাজার ছুঁই ছুঁই ছিল।তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, শনিবার এই সংখ্যা ছিল ২০,৪০৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১৯,৬৭৩।রাজ্যভিত্তিক এই গণনা করলে দেখা যাবে, দেশে দৈনিক সংক্রমণের তালিকায় কর্নাটককে ছাপিয়ে গিয়ে এখন  শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,০৮৭। এর পরে রয়েছে কর্নাটক (১,৮৮৬), কেরল (১,৫৯৫), তামিলনাড়ু (১,৫৪৮), দিল্লি (১,৩৩৩) ও পশ্চিমবঙ্গ (১,১১৩)।

 

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, বিগত কয়েকদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ থেকে ৫০ জনের মৃত্যু হয়েছে।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কেরল ও পশ্চিমবঙ্গে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।যার মধ্যে কেরলের ৮ জন এবং পশ্চিমবঙ্গের ৭জন রয়েছে।এছাড়াও উত্তরপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে দু’জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এ ছাড়া সিকিম, নাগাল্যাণ্ড, গোয়া, ত্রিপুরা, উত্তরাখণ্ড, অসম ও কর্নাটকে কোভিডে আক্রান্ত হয়ে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে।পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৯২০।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

 

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

তবে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে সূত্রে খবর। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই ভাবে রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.০২ শতাংশ। তবে  মৃতের সংখ্যার নিরিখে দেশে তৃতীয় স্থানে রয়েছে বাংলা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র,২৪ ঘণ্টায় আক্রান্তের হার খানিকটা কম  

আপডেট : ৩১ জুলাই ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মাঝে করোনার চোখ রাঙানি একটু কমলেও, দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ।বিগত তিন দিন ধরে করোনা সংক্রমণের গণ্ডি ২০ হাজার ছুঁই ছুঁই ছিল।তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, শনিবার এই সংখ্যা ছিল ২০,৪০৮ জন। তবে গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ১৯,৬৭৩।রাজ্যভিত্তিক এই গণনা করলে দেখা যাবে, দেশে দৈনিক সংক্রমণের তালিকায় কর্নাটককে ছাপিয়ে গিয়ে এখন  শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,০৮৭। এর পরে রয়েছে কর্নাটক (১,৮৮৬), কেরল (১,৫৯৫), তামিলনাড়ু (১,৫৪৮), দিল্লি (১,৩৩৩) ও পশ্চিমবঙ্গ (১,১১৩)।

 

আরও পড়ুন: কৃষক আত্মহত্যা: মহারাষ্ট্রে ৩ মাসে আত্মঘাতী ৭৬৭ জন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া কোভিড বুলেটিন অনুযায়ী, বিগত কয়েকদিনে করোনায় আক্রান্ত হয়ে ৪৫ থেকে ৫০ জনের মৃত্যু হয়েছে।অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কেরল ও পশ্চিমবঙ্গে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।যার মধ্যে কেরলের ৮ জন এবং পশ্চিমবঙ্গের ৭জন রয়েছে।এছাড়াও উত্তরপ্রদেশ, গুজরাত, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে দু’জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। এ ছাড়া সিকিম, নাগাল্যাণ্ড, গোয়া, ত্রিপুরা, উত্তরাখণ্ড, অসম ও কর্নাটকে কোভিডে আক্রান্ত হয়ে এক জন করে ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে।পরিসংখ্যান অনুযায়ী, কোভিডে আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৯২০।

আরও পড়ুন: মহারাষ্ট্র: পদ্ম বিধায়কের বিরুদ্ধে মিছিল খ্রিস্টানদের

 

আরও পড়ুন: কেন্দ্র-আরএসএসের চাপেই মহারাষ্ট্রে হিন্দি আগ্রাসন: সঞ্জয় রাউত

তবে পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে সূত্রে খবর। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে সেই ভাবে রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.০২ শতাংশ। তবে  মৃতের সংখ্যার নিরিখে দেশে তৃতীয় স্থানে রয়েছে বাংলা।