০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কেজরিওয়ালের গ্রেফতারিতে সরব মুখ্যমন্ত্রী, ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদের নিয়ে কমিশনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার
  • / 7

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভোটের ঠিক আগে বড়সড় রাজনৈতিক চাঞ্চল্য গোটা দেশজুড়ে। গতকাল রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। দিল্লি হাইকোর্টের রক্ষাকবচ খারিজ করে দেওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কেজরিওয়ালের বাড়িতে যায় ইডি। তদন্তকারি দলে ছিলেন ১২ জনের আধিকারিক। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পরেই রাতেই গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। এই ঘটনায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে এই গ্রেফতারির নিন্দা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি কেজরিওয়ালের গ্রেফতারির পর তিনি স্ত্রী সুনিতাকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে মমতা জানিয়েছেন, শুক্রবার এই সংক্রান্ত অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যাবে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল। তাতে তৃণমূলের দুই সদস্যও থাকবেন। মমতা লিখেছেন, ‘জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করছি। আমি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তা দিয়েছি। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি, সিবিআইয়ের তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যেতে পারছেন। এটা মেনে নেওয়া যায় না। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত।’’

মুখ্যমন্ত্রী এস্ক হ্যান্ডেলে আরও লেখেন, আমাদের ইন্ডিয়ার সদস্যেরা শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং আদর্শ আচরণবিধি লাগু থাকার সময়ে বিরোধী নেতাদের এ ভাবে ‘টার্গেট’ করার বিরোধিতা করবেন। কমিশনের সঙ্গে বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দলে তৃণমূলের তরফে থাকবেন ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক।’’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেজরিওয়ালের গ্রেফতারিতে সরব মুখ্যমন্ত্রী, ‘ইন্ডিয়া’র প্রতিনিধিদের নিয়ে কমিশনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভোটের ঠিক আগে বড়সড় রাজনৈতিক চাঞ্চল্য গোটা দেশজুড়ে। গতকাল রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। দিল্লি হাইকোর্টের রক্ষাকবচ খারিজ করে দেওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কেজরিওয়ালের বাড়িতে যায় ইডি। তদন্তকারি দলে ছিলেন ১২ জনের আধিকারিক। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানোর পরেই রাতেই গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। এই ঘটনায় সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করে এই গ্রেফতারির নিন্দা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি কেজরিওয়ালের গ্রেফতারির পর তিনি স্ত্রী সুনিতাকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে মমতা জানিয়েছেন, শুক্রবার এই সংক্রান্ত অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে যাবে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দল। তাতে তৃণমূলের দুই সদস্যও থাকবেন। মমতা লিখেছেন, ‘জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করছি। আমি সুনিতা কেজরিওয়ালের সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তা দিয়েছি। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি, সিবিআইয়ের তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যেতে পারছেন। এটা মেনে নেওয়া যায় না। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত।’’

মুখ্যমন্ত্রী এস্ক হ্যান্ডেলে আরও লেখেন, আমাদের ইন্ডিয়ার সদস্যেরা শুক্রবার নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন এবং আদর্শ আচরণবিধি লাগু থাকার সময়ে বিরোধী নেতাদের এ ভাবে ‘টার্গেট’ করার বিরোধিতা করবেন। কমিশনের সঙ্গে বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রতিনিধি দলে তৃণমূলের তরফে থাকবেন ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক।’’