০৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মমতা সরকারের নয়া উদ্যোগ মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফর্ম

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার
  • / 26

পুবের কলম প্রতিবেদক: লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, জয় বাংলা, স্বাস্থ্যসাথীর পরে এবার আরও এক নজরকাড়া পদক্ষেপ করতে চলেছে বাংলার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার মহিলাদের চাকরির নিশ্চয়তা দিতে তৈরি করা হল মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফম। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্ম। এর মাধ্যমেই লক্ষাধিক মহিলার জন্য কর্মসংস্থান সৃষ্টির পথে এগোবে মমতার সরকার। ইতিমধ্যেই এই পদক্ষেপের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।

তাই এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আধিকারিকরা এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। রাজ্যের প্রতিটি দফতরের হাতে থাকা মহিলাদের চাকরি এবং কাজ সম্পর্কিত তথ্য মিলিয়ে দেখে কোন কোন ক্ষেত্রে কতজন কাজ করছেন, তার একটি রিপোর্ট তৈরি করা হবে। পাশাপাশি, কোন কোন ক্ষেত্রে এঁদের জন্য আরও চাকরির সুযোগ তৈরি করা যায়, তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ১২ বছরের শাসনকালে বাংলার বুকে মহিলাদের উন্নয়ন যে এখন দেশেরও নজর কাড়ছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। মমতা শুধু নারীর ক্ষমতায়নে একাধিক প্রকল্প চালু করেছেন তাই নয়, নারী শিক্ষায় রাজ্যকে অনেকটাই এগিয়েও দিয়েছঅন। উচ্চশিক্ষা সম্পূর্ণ করছেন, এমন মহিলা পড়ুয়াদের সংখ্যা বেড়েছে বহুগুণ। ফলে, পাল্লা দিয়ে বেড়েছে চাকরি পাওয়ার তাগিদও। এই সংক্রান্ত একটি রিপোর্ট নজরে পড়েছে মুখ্যমন্ত্রীরও। তাই রাজ্যে মহিলাদের চাকরির সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিতেই তৈরি করা হয়েছে মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফর্ম। এই উদ্যোগের সব থেকে বড় লাভ হল এটাই যে শুধু সরকারি ক্ষেত্রেই নয়, বেসরকারি সংস্থাগুলিই যাতে বেশি করে মহিলাদের কাজ দেয় সেই বিষয়টিও দেখা হবে। শহর হোক কী গ্রাম, সরকারি অফিস হোক কী বেসরকারি সংস্থা, সমস্ত ক্ষেত্রেই মেয়েদের চাকরির সুযোগ বাড়াতে আরও কী কী করা প্রয়োজন, তাও চিহ্নিত করবে ওই প্ল্যাটফর্ম। এই সামগ্রিক বিষয়গুলিকে একত্রিত করে একটি শ্বেতপত্র তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই শ্বেতপত্রের ওপর নির্ভর করেই পরবর্তী কর্মসূচি সাজিয়ে তোলা হবে।
নবান্ন সুত্রে জানা গিয়েছে, অর্থ, শ্রম, কারিগরি শিক্ষা, শিল্প, ক্ষুদ্রশিল্প, স্বাস্থ্য, অনগ্রসর শ্রেণী কল্যাণ, পঞ্চায়েত, তথ্য প্রযুক্তি এবং তথ্য সংßৃñতি দফতরের সচিবদের নিয়ে গঠন করা হয়েছে মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফর্ম। শিশু ও মহিলা উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের সচিবকে করা হয়েছে এর নির্বাহি পরিচালক। সকলের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই প্ল্যাটফর্মের দৈনন্দিন কাজের জন্য দফতরগুলির ১জন করে পদস্থ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে রাখা হয়েছে। আবার এই প্রকল্পের মাধ্যমে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নারীদের চাকরির পরিবেশ আরও উন্নত করার উদ্যোগও নেওয়া হবে। চাকরি করতে গিয়ে অনেক ক্ষেত্রেই মহিলাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তার নিরাময়ের উপায়ও নিশ্চিত করা হবে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলে।

আরও পড়ুন: রেড রোডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক

 

আরও পড়ুন: মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা


                            

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতা সরকারের নয়া উদ্যোগ মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফর্ম

আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, জয় বাংলা, স্বাস্থ্যসাথীর পরে এবার আরও এক নজরকাড়া পদক্ষেপ করতে চলেছে বাংলার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার মহিলাদের চাকরির নিশ্চয়তা দিতে তৈরি করা হল মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফম। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্ম। এর মাধ্যমেই লক্ষাধিক মহিলার জন্য কর্মসংস্থান সৃষ্টির পথে এগোবে মমতার সরকার। ইতিমধ্যেই এই পদক্ষেপের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।

তাই এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আধিকারিকরা এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। রাজ্যের প্রতিটি দফতরের হাতে থাকা মহিলাদের চাকরি এবং কাজ সম্পর্কিত তথ্য মিলিয়ে দেখে কোন কোন ক্ষেত্রে কতজন কাজ করছেন, তার একটি রিপোর্ট তৈরি করা হবে। পাশাপাশি, কোন কোন ক্ষেত্রে এঁদের জন্য আরও চাকরির সুযোগ তৈরি করা যায়, তাও খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন: রামনবমীর শুভেচ্ছা মোদি-মমতা-রাহুলের, শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ১২ বছরের শাসনকালে বাংলার বুকে মহিলাদের উন্নয়ন যে এখন দেশেরও নজর কাড়ছে সেটা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। মমতা শুধু নারীর ক্ষমতায়নে একাধিক প্রকল্প চালু করেছেন তাই নয়, নারী শিক্ষায় রাজ্যকে অনেকটাই এগিয়েও দিয়েছঅন। উচ্চশিক্ষা সম্পূর্ণ করছেন, এমন মহিলা পড়ুয়াদের সংখ্যা বেড়েছে বহুগুণ। ফলে, পাল্লা দিয়ে বেড়েছে চাকরি পাওয়ার তাগিদও। এই সংক্রান্ত একটি রিপোর্ট নজরে পড়েছে মুখ্যমন্ত্রীরও। তাই রাজ্যে মহিলাদের চাকরির সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নিতেই তৈরি করা হয়েছে মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফর্ম। এই উদ্যোগের সব থেকে বড় লাভ হল এটাই যে শুধু সরকারি ক্ষেত্রেই নয়, বেসরকারি সংস্থাগুলিই যাতে বেশি করে মহিলাদের কাজ দেয় সেই বিষয়টিও দেখা হবে। শহর হোক কী গ্রাম, সরকারি অফিস হোক কী বেসরকারি সংস্থা, সমস্ত ক্ষেত্রেই মেয়েদের চাকরির সুযোগ বাড়াতে আরও কী কী করা প্রয়োজন, তাও চিহ্নিত করবে ওই প্ল্যাটফর্ম। এই সামগ্রিক বিষয়গুলিকে একত্রিত করে একটি শ্বেতপত্র তৈরি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই শ্বেতপত্রের ওপর নির্ভর করেই পরবর্তী কর্মসূচি সাজিয়ে তোলা হবে।
নবান্ন সুত্রে জানা গিয়েছে, অর্থ, শ্রম, কারিগরি শিক্ষা, শিল্প, ক্ষুদ্রশিল্প, স্বাস্থ্য, অনগ্রসর শ্রেণী কল্যাণ, পঞ্চায়েত, তথ্য প্রযুক্তি এবং তথ্য সংßৃñতি দফতরের সচিবদের নিয়ে গঠন করা হয়েছে মহিলাদের কর্মসংস্থানের প্ল্যাটফর্ম। শিশু ও মহিলা উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের সচিবকে করা হয়েছে এর নির্বাহি পরিচালক। সকলের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই প্ল্যাটফর্মের দৈনন্দিন কাজের জন্য দফতরগুলির ১জন করে পদস্থ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে রাখা হয়েছে। আবার এই প্রকল্পের মাধ্যমে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে নারীদের চাকরির পরিবেশ আরও উন্নত করার উদ্যোগও নেওয়া হবে। চাকরি করতে গিয়ে অনেক ক্ষেত্রেই মহিলাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তার নিরাময়ের উপায়ও নিশ্চিত করা হবে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলে।

আরও পড়ুন: রেড রোডে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর, রিজওয়ানুরের বাড়িতে মমতা-অভিষেক

 

আরও পড়ুন: মেগা বৈঠক, চিকিৎসকদের ভাতা- বেতন বাড়ালেন মমতা